
ফেনী, ০৩ জুলাই, এবিনিউজ : ফেনীতে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলার চার্জশিটভুক্ত ও একাধিক মামলার আসামী ফেনীর শীর্ষ সন্ত্রাসী রুটি সোহেল (৩৪) নিহত হয়েছে। সোমবার ভোরে শহরের বিরিঞ্চি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে।২০১৪ সালের ২০ মে চেয়ারম্যান একরাম কে বহনকারী গাড়ী ফেনী শহরের একাডেমী রোড় এলাকায় পৌছলে ব্যারিক্যডের পর প্রথম গুলি করে রুটি সোহেল।
ফেনী র্যাবঅফিস সূত্র জানায়, শহরের বিরিঞ্চি এলাকার রুটি সোহেল ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলার চার্জশিটভুক্ত ও একাধিক মামলার আসামী। সম্প্রতি সময় সে জামিনে মুক্তি পেয়ে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসীর পৃষ্ঠপোষকতায় আবারও বেপরোয়াভাবে ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছিল।
সোমবার ভোরে শহরের বিরিঞ্চি এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলার চার্জশিটভুক্ত ও একাধিক মামলার আসামী ফেনীর শীর্ষ সন্ত্রাসী রুটি সোহেল র্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়। র্যাবঘটনাস্থাল থেকে একটি বিদেশী পিস্তল, একটি বিদেশী রিভলভার ও গুলি উদ্ধার করে। নিহত সোহেলের লাশ ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শহরের বিরিঞ্চি এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলার চার্জশিটভুক্ত ও একাধিক মামলার আসামী ফেনীর শীর্ষ সন্ত্রাসী রুটি সোহেল র্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়। ঘটনাস্থাল থেকে একটি বিদেশী পিস্তল, একটি বিদেশী রিভলভার ও গুলি উদ্ধার করা হয়েছে।
এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/নির্ঝর