![গোপালঞ্জের মিম কে খুজে পেতে চায় তার পরিবার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/03/gopalgonj-mim@abnews_86090.jpg)
গোপালগঞ্জ, ০৩ জুলাই, এবিনিউজ : ছবির মেয়েটির নাম : মিম, বয়স : ১২ বছর ,পিতা রেজাউল মোল্লা, গ্রাম : খানার পাড়, পোস্ট: কাঠি । থানা : গোপালগঞ্জ। উপজেলা+জেলা : গোপালগঞ্জ। গত রবিবার ০২-০৭-২০১৭ ইং সকাল আনুমানিক ৮ টা থেকে তাকে খুজে পাওয়া যাচ্ছে না। তার পড়নে ছিল ছাপা জামা, লাল ওরনা ও রংঙ্গিন পায়জামা, শারিরিক ভাবে সে সম্পূর্ন সুস্থ । যদি কোন স্বহ্দয় বান ব্যক্তি এই মেয়েটির খোজ পেয়ে থাকেন তা হলে দয়া করে নি¤েœ লিখিত এই নম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভবে অনুরোধ করা হইল।
মোবাইল : ০১৭২৫৬৬৬৬৪৯.০১৬৩০৮৩১৮৮৫
এবিএন/ এম আরমান খান জয়/জসিম/নির্ঝর