বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩১
logo
নির্যাতনকারীদের গ্রেপ্তারে ওসি’র অবহেলা

ঝালকাঠিতে চুরির অপবাদ দিয়ে এক শিশুকে নির্যাতন

ঝালকাঠিতে চুরির অপবাদ দিয়ে এক শিশুকে নির্যাতন

ঝালকাঠি, ০৩ জুলাই, এবিনিউজ : ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় চুরির অপবাদ দিয়ে ১২ বছরের এক শিশুকে হাত-পা ও চোখ বেঁধে ঝুলিয়ে নির্মম শারীরিক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত তিন যুবক পালিয়ে আছে। এঘটনার ৩দিন পেরিয়ে গেলেও রাজাপুর থানার অফিসার ইনচার্জ মুনির উল গিয়াস কোন আইনগত ব্যবস্থা গ্রহন না অবহেলা করলেও বিষয়টি মিডিয়ায় আসার পর উর্ধতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশে থানা পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের অভিযান শুর করেন। শনিবার বিকেলের জেলার রাজাপুর উপজেলার আরুয়া সোনারগাঁও গ্রামে শিশু নির্যাতনের এ নির্মম ঘটনাটি ঘটেছে। নির্যাতিত শিশু মো. রাজু হাওলাদার বর্তমানে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের বিছানায় কাতরাচ্ছে। শিশুটির মা ও স্বজনরা জানায়, পাশের বাড়ির এক ঘর থেকে টাকা চুরি অভিযোগ তুলে একই গ্রামের বখাটে সজীব হোসেন, সাইদুল ও লিটন রাজুকে ধরে নিয়ে যায়। গ্রামের একটি নির্জন বাড়িতে নিয়ে নিয়ে আড়ায় ঝুলিয়ে শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে পেটায়। এমনকী দিয়াশলাই জ্বালিয়ে শিশুটির হাতেও স্যাকা দেয়া মাদকাসক্ত বখাটেরা।

পরে শিশুটির স্বজনরা উদ্ধার করে শনিবার রাতে শিশুটিকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রোববার দুপুরে শিশুটি একটু সুস্থ্য হওয়ারা পর স্বজনরা রাজাপুর থানায় লিখিত অভিযোগ করে। রোববার রাতে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটিকে দেখতে যান উপজেলা নির্বাহী কর্মকতা আফরোজা বেগম পারুল ও সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা। তাদের কাছে আহত শিশু রাজু ও তার মা বকুল বেগমসহ স্বজনরা এ ঘটনার বিচার দাবী করেনে। রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,র আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মাহাবুবুর রহমান জানিয়েছেন, শিশুটি এখন শংকামুক্ত। তবে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। শিশুটির স্বজনরা অভিযোগ করেন শনিবার রাতে শিশু রাজুকে নির্যাতনের বিষয়টি রাজাপুর থানার ওসি মুনির উল গিয়াসকে জানালেও তিনি কোন গুরুত্ব না দিয়ে তাদের শিশু রাজুকে চিকিৎসা ডাক্তার দেখানোর জন্য বলে দেন। এব্যাপারে সহকারী পুলিশ সুপার, (রাজাপুর সার্কেল) মো. মোজাম্মেল হোসেন রেজা জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। আহত শিশু স্থানীয় রাজু আরুয়া সোনারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র। সে গরীব দিনমজুর মোতালেব হাওলাদারের ছেলে।

এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত