![রাজাপুরে সাজাপ্রাপ্ত ৩ আসমী আদালতে আত্মসমর্পণ করে জেলহাজতে](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/04/jhalokarhi@abnews_86247.jpg)
ঝালকাঠি, ০৪ জুলাই, এবিনিউজ : ঝালকাঠির রাজাপুরের লেবুবুনিয়া গ্রামের যাবজ্জীবনসহ ৩ জন সাজাপ্রাপ্ত পলাতক আসমী ঝালকাঠির পৃথক দুই আদালতে আত্মসমর্পণ করলে জেলহাজতে প্রেরন করা হয়। গতকাল দুপুরে ঝালকাঠি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে রাজাপুরের আব্দুর রব হাওলাদার হত্যা মামলার একজন ও চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে অপর একটি মামলায় ২জন আত্মসমর্পন করেন।
এদের মধ্যে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মো. মজিবুর রহমান ওরফে মন্টু মুন্সি মো: মজিবুর রহমান মন্টু মুন্সি রাজাপুর উপজেলার উত্তর তারাবুনিয়া গ্রামের মৃত: আবুল কাশেম মুন্সির পুত্র । ৫ বছর সাজাপ্রাপ্ত হাবিবুর রহমান ওরফে মহারাজ উপজেলার লেবুবুনিয়া গ্রামের মৃত তানজের আলীর ও ৩বছর সাজাপ্রাপ্ত ইকবাল হোসেন একই গ্রামের ইসমাইল হাওলাদারের পুত্র।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৪ মে ঝালকাঠি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে উত্তর তারাবুনিয়া গ্রামের আব্দুর রব হত্যা মামলায় রায় ঘোষণা হয়েছিল। রায় ঘোষণার সময় যাবজ্জীবন মজিবুর দন্ডিত পলাতক ছিলেন। ২০১০ সালের ৮ অক্টোবর তিনি আ: রব হাওলাদারকে হত্যা করে বলে আদালতে প্রমানিত হয়। নিহতের স্ত্রী ময়না বেগম বাদী হয়ে স্বামী হত্যায় মজিবুর রহমান মন্টু মুন্সির বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। এছাড়া ২০১৭ সালের ৮ জুন ঝালকাঠি মূখ্য বিচারিক আদালত একই উপজেলার লেবুবুনিয়া গ্রামের হাবিবুর রহমান ও ইকবাল হোসেনকে সাজা প্রদান করেছিল। তারা সকলেই রায় ঘোষণা কালে পলাতক ছিলেন।
এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/নির্ঝর