
মানিকগঞ্জ, ০৪ জুলাই, এবিনিউজ : ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতপরিচয় এক পথচারী নিহত হয়েছে। সোমবার রাতে মহাসড়কের নয়াডিঙ্গী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে মানিকগঞ্জ গামী ভিলেজ লাইন পরিবহনের বাসের চাপায় ওই পথচারীর মৃত্যু হয়। এ ঘটনায় যাত্রীবাহী বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার (এসআই) নান্নু মন্ডল জানায়, মহাসড়কের নয়াডিঙ্গী বাসস্ট্যান্ডের পূর্বপাশে মানিকগঞ্জ গামী একটি বাসের চাপায় আনুমানিক ৩৫ বছর বয়সের ওই যুবক নিহত হয়েছে। নিহত যুবকটি ভারসাম্যহীন ছিলো বলে প্রাথমিকভাবে ধারণা করা করা হচ্ছে।
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্বত্যা নিশ্চিত করে জানায়, নিহত যুবকের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে নিহত যুবকের পরিচয় জানান চেষ্টা চলছে।
এবিএন/মো. সোহেল রানা খান/জসিম/নির্ঝর