ঝালকাঠি, ০৪ জুলাই, এবিনিউজ : ঝালকাঠিতে সাত লাখ টাকা মূল্যের ৩৫ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটক ব্যক্তির নাম আব্দুল মোতালেব। ৪জুলাই বুধবার সকালে সদর উপজেলার বিনয়কাঠী ইউনিয়নের আশিয়ার-গগন গ্রামের বাড়ি থেকে গোপন সংবাদে এ মাদকসহ তাকে আটক করা হয়।
দুপুরে ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব জানায়, দুই দিন আগে আটক ব্যক্তির জামাতা ঢাকায় রেন্টেকার চালক মজিবর রহমান ১৬ টি প্যাকেটে ভর্তি এ গাঁজাগুলো তার শ্বশুর বাড়িতে রেখে যায়। তবে প্যাকেটে কী আছে তা তখন জামাতা মজিবর কাউকে জানায় নি বলে আটককৃত শ্বশুর পুলিশকে জানিয়েছে।
বুধবার সকালে গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই প্যাকেটগুলো উদ্ধারের করলে প্যাক খুললে গাঁজার বিষয়টি বেড়িয়ে আসে। এসময় বৃদ্ধ শ্বশুর আব্দুল মোতালেব (৬২) কে আটক করলেও জামাতা মজিবরকে আটক করা সম্ভব হয়নি। তাকে আটক করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব। এসময় অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসান, ডিবির ওসি মোঃ কামরুজ্জান মিয়া ও এস আই আমিনুল সহ ডিবির অভিযানে অংশ নেয়া কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/ইমরান