
বান্দরবান, ০৪ জুলাই, এবিনিউজ : বান্দরবানের ৭টি উপজেলায় প্রবল বর্ষণে ভয়ানবহ পাহাড় ধসও বন্যার মাত্র ২০দিনের মাথায় টানা ২দিনের বর্ষণে আবারও বন্যা দেখা দিয়েছে বান্দরবানে। বান্দরবান-রাঙ্গামাটি সড়কের বান্দরবান অংশের পাইনছড়া এলাকায় বন্যার পানিতে বেইলি সেতু তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে আজ মঙ্গলবার ভোর থেকে।
জেলার লামা উপজেলা সরকারি হাসপাতালের নিচতলা বানের পানিতে তলিয় গেছে। হাসপাতালে চিকিৎসা না পেয়ে মঙ্গলবার সকালে ৭বছরের এক প্রতিবন্ধী শিশু ডায়রিয়ায় মারা গেছে।
জেলা সদরের সাথে রুমা ও আলীকদম উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়েছে গতকাল সোমবার থেকে।
লামা পৌরশহর একবুুক পানির নিচে তলিয়েছে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায়। লামা ও চকরিয়ায় মাতামুহুরী নদীর পানি বিপদসীমার কয়েক সেন্টিমিটার ওপর দিয়ে বইছে মংগলবার সকাল থেকে। লামা শহরে নৌকা চলছে। জনদুর্ভোগ বেড়েছে।
লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল বলেন, সরকারিভাবে লামা শহরে ৩টি বন্যা আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সেখানে তিন শতাধিক পরিবার আশ্রয় নিয়েছেন। জেলা শহরে ১০টি বন্যা আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। শহরের নিচু এলাকাসমুহ প্লাবিত হয়েছে মংগলবার বিকেল থেকে। থেমে থেমে মাঝারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় বান্দরবানে আবারও ভয়াবহ বন্যার আশংকা করা হচ্ছে।
এবিএন/মোহাম্মদ আব্দুর রহিম/জসিম/রাজ্জাক