বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সাজাপ্রাপ্ত আসামি জসিম মোল্লাকে ৩ মাস পর গ্রেফতার

সাজাপ্রাপ্ত আসামি জসিম মোল্লাকে ৩ মাস পর গ্রেফতার

সাজাপ্রাপ্ত আসামি জসিম মোল্লাকে ৩ মাস পর গ্রেফতার

ঝালকাঠি, ৪ জুলাই, এবিনিউজ : পুলিশের হাতকড়াসহ পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত আসামি দূধর্ষ জসিম মোল্লাকে (৩৫) অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। এসআই এস.এম শামীম পালিয়ে যাওয়া তিন মাস পর তাকে গতকাল সোমবার গভীর রাতে নলছিটি উপজেলার তৌকাঠি বাজার সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে।

আজ মঙ্গলবার গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামি জসিমকে ঝালকাঠি আদালতে সোপর্দ করলে জেলহাজতে প্রেরন করা হয়েছে। এর আগে গত ৩০ মার্চ কুলকাঠী ইউনিয়নের তৈকাঠি বাজার এলাকা থেকে গ্রেফতারের পর এক এএসআইকে লাঞ্চিত করে জসিম হাতকড়াসহ পালিয়ে যায়। সে কুলকাঠী ইউপি চেয়ারম্যানের মদদপুষ্ট ক্যাডার ও একই ইউনিয়নের ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর মোল্লার পুত্র বলে পুলিশ সূত্রে জানাগেছে।

জানা গেছে, ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন (জি.আর-১৪৭/১৫) একটি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি জসিম মোল্লাকে ধরতে গত ৩০ মার্চ দুপুরে নলছিটি থানার এএসআই জাকির হোসেন একজন ফোর্স নিয়ে কুলকাঠী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। তৈকাঠি বাজার সংলগ্ন এলাকা থেকে জসিম কে গ্রেফতার করে হাতকড়া লাগান জাকির হোসেন। এ অবস্থায় হঠাৎ সে এএসআই জাকিরকে ধাক্কা মেরে ফেলে দিয়ে হাতকড়াসহ জসিম মোল্লা পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় হাতকড়াটি ফেরত পেলেও দন্ডিত আসামী জসিম মোল্লাকে গ্রেপ্তারে মড়িয়া নলছিটি থানা পুলিশ পুনরায় সেদিন রাত আনুমানিক ২টায় তৌকাঠি গ্রামের মৃত ফারুক হাওলাদারের ছোট ছেলে ও জসিম মোল্লার সহযোগী রাজিব হাওলাদারকে আটক করে। রাজিব নিরপরাধ হলেও জসিম মোল্লার সহযোগী হিসাবে তার অবস্থান জানতে পুলিশ তাকে আটক করলে উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক কুলকাঠি ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাচ্চু নাখোশ হন।

এ ঘটনার জের ধরে পরের দিন ৩১ মার্চ চেয়ারম্যান আখতারুজ্জামান বাচ্চু ও ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর মোল্লার নেতৃত্বে কয়েক শতাধিক গ্রামবাসী সহ স্থানীয় আ’লীগ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল সহকারে থানা ঘেরাও করে। বিক্ষোভ থেকে তারা নলছিটি থানার ওসি একেএম সুলতান মাহমুদ, এসআই জসিম উদ্দিন, এসআই বিপ্লব মিস্ত্রী ও এসআই ফিরোজকে প্রত্যাহারের দাবি জানায়। পরবর্তীতে গত ২৩ এপ্রিল রাজিবের মা সেলিনা বেগম বাদি হয়ে পঞ্চাশ হাজার টাকা ঘুষ দাবিসহ রাজিব হাওলাদার ও তার মা সেলিনা বেগমকে মারধরের অভিযোগ এনে নলছিটি থানার উক্ত ৩ এসআইর বিরুদ্ধে ঝালকাঠির বিশেষ জজ আদালতে একটি মামলা দায়ের করে ছিলেন।

এ বিষয়ে নলছিটি থানার উপপরিদর্শক এস.এম শামীম জানায়, এ ঘটনার পর থেকেই হাতকড়াসহ পালানো জসিম মোল্লা আত্মগোপনে অবস্থান করলেও তাকে গ্রেফতারে প্রচেষ্টা অব্যহত ছিলো। গত ঈদে উপলক্ষে জসিম মোল্লা বাড়িতে এসেছে বলে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তৌকাঠি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সুলতান মাহমুদ জানান, জসিম মোল্লা একটি মামলায় (জি.আর-২০১/১২) চার বছরের সাজাপ্রাপ্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে নলছিটি থানায় ডাকাতিসহ আরো দুটি মামলা রয়েছে।

এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/বিদ্যুৎ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত