
ফেনী, ০৫ জুলাই, এবিনিউজ : ফেনীর সোনাগাজীতে ভারী বর্ষণের উপজেলার চর চান্দিয়া ও চর দরবেশ ইউনিয়নের সীমান্তবর্তী ৯নং স্লুইজ গেইটটি ভেঙ্গে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গত সোমবার সকাল থেকে স্লুইজ গেইটটি আস্তে আস্তে ভেঙ্গে দুপুরে পুরোটাই নদীগর্ভে চলে যায়। ফলে দুই ইউনিয়নের ১০ গ্রামের ৫০ হাজার লোকে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
জানা যায়, ১৯৬৫ সালে ছোট ফেনী নদী মোহনায় সোনাগাজী-ইতালি মার্কেট সড়কে উত্তর চর দরবেশ এলাকায় ১০ গ্রামের জনগণ ও সমুদ্রের লোনা পানি, বন্যা-প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসলসহ জানমালের রক্ষা করার লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ড স্লুইজ গেইটটি নির্মাণ করে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো বলেন, সম্প্রতি স্লুইজ গেইটটি একাংশ ভেঙ্গে যাওয়ায় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সামান্য সংস্কার করে জনগণের চলাচলের উপযোগী করে দেওয়া হয়। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কোন প্রকার সহযোগিতা না পাওয়ায় সোমবার ভারী বর্ষণ ও জোয়ারের পানি কারণে স্লুইজ গেইটটি ভেঙ্গে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, স্লুইজ গেইট ভেঙ্গে যাওয়ার কথা শুনে ইউপি চেয়ারম্যানদেরকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মঙ্গলবারের মধ্যে দ্রুত একটি বাঁশের সাঁকো নির্মাণসহ বিকল্প সড়কের ব্যবস্থা করে এলাকা জনগণের চলাচলের ব্যবস্থা করা হবে।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: কহিনুর আলম বলেন, আমি বিষয়টি শুনেছি। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে পরিদর্শন করে রিপোর্ট দিতে বলা হয়েছে।
এবিএন/শংকর রায়/জসিম