![হবিগঞ্জে হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ২৪](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/05/bonodosshu-atok@abnews_86440.jpg)
হবিগঞ্জ, ০৫ জুলাই, এবিনিউজ : হবিগঞ্জের মাধবপুরে মাঞ্জু হত্যা মামলার আসামী মোহন মিয়া (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোররাতে উপজেলার আলাকপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মৃত আজব আলীর পুত্র।
মাধবপুর থানার ওসি (তদন্ত) সাজিদুর রহমান পলাশ জানান, প্রায় দেড় মাস পূর্বে ওই এলাকার মাঞ্জু মিয়ার লোকজনের সাথে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষ বাধে মোহন মিয়া ও তার দলবলের। সংঘর্ষে আঘাতপ্রাপ্ত হয়ে মাঞ্জু মিয়া মারা যান এবং বেশ কয়েকজন আহত হন। পরে মাঞ্জু মিয়ার স্ত্রী রাবেয়া খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলার পরিপ্রেক্ষিতে মোহন মিয়াকে গ্রেফতার করা হয়।
এদিকে, হবিগঞ্জ জেলায় পুলিশের নিয়মিত অভিযানে আরো ২৩ আসামী গ্রেফতার হয়েছে। এর মধ্যে ১৪ জন পরোয়ানাভুক্ত ও ৯ জন নিয়মিত মামলার আসামী। হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. নাজিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
এবিএন/কাজল সরকার/জসিম/নির্ঝর