শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

মতলব দক্ষিণে পুলিশের ব্লকরেড অভিযান : আটক ১

মতলব দক্ষিণে পুলিশের ব্লকরেড অভিযান : আটক ১

চাঁদপুর, ০৫ জুলাই, এবিনিউজ : চাঁদপুরের মতলব পৌর এলাকার ও উপজেলার বিভিন্ন স্থানে আজ ৫ জুলাই মতলব দক্ষিণ থানা পুলিশ ব্লকরেড অভিযান চালিয়েছেন। গতকাল বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযানের নেতৃত্ব দেন এএসপি সার্কেল রাজন কুমার দাস ও মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ কুতুব উদ্দিন। এ সময় সঙ্গে ছিলেন মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন। মতলব দক্ষিণ থানা পুলিশ জানায়, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে মতলব দক্ষিণ থানা পুলিশ পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, জামাত শিবিরের নাশকতার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে উপজেলার উপাদী গ্রামের মৃত মজিদ বকাউলের ছেলে মো. আরিফ হোসেন (৩০)-কে ১০ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ কুতুব উদ্দিন জানান, পুলিশ সুপার শামছুন্নাহার পিপিএম এর নির্দেশে এ ব্লকরেড অভিযান চালানো হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

এবিএন/শ্যামল চন্দ্র দাস/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত