
বান্দরবান, ০৫ জুলাই, এবিনিউজ : জেলার ঘুমধুমে পাহাড়ধসে একজন নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতের নাম ছেমুনা খাতুন (৪৪)। এ সময় তার মেয়ে আমেনা খাতুন (২৫) আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির জানান, পাহাড়ধসে ঘুমধুমে এক নারী মারা গেছে। এ সময় তাঁর মেয়ে আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ঘুমধুমপাড়ায় বৃষ্টিতে পাহাড়ধসে বসতবাড়ি বিধস্ত হয়েছে। এ সময় পাহাড়ধসে ঘটনাস্থলেই স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মাজেদের স্ত্রী ছেমুনা খাতুনের মৃত্যু হয়। আহত হন ছেমুনার মেয়ে আমেনা খাতুন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেছে।
ঘুমধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, গতকাল মঙ্গলবার থেকে বান্দরবানে বৃষ্টি হচ্ছে। অবিরাম বর্ষণে পাহাড়ধসে ঘুমধুমে এক নারী মারা গেছে। নিহতের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
এবিএন/জনি/জসিম/জেডি