শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সাংবাদিক ভজহরি কুন্ড অার নেই

সাংবাদিক ভজহরি কুন্ড অার নেই

বরগুনা, ০৬ জুলাই, এবিনিউজ : অামতলী রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ভজ হরি কুণ্ডু, বুধবার দিবাগত রাত সাড়ে অাটটার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে অাটটার দিকে অামতলী রিপোটার্স ইউনিটির সামনে ও প্রেসক্লাবের সামনে তার বিদেহী অাত্মার ফুলদিয়ে শেষ শ্রদ্ধা জানান হয়। এসময় অামতলী রিপোটার্স ইউনিটির সভাপতি হারুন অর রশিদ, প্রেসক্লাবের সভাপতি শাহাবউদ্দিন পান্নাসহ সংবাদ কর্মীরা অংশগ্রহন করেন। পরে তার লাশ শতকারের জন্য তার নিজবাড়ি কলাপাড়ায় নেয়া হয়।

দুদিন আগে অসুস্থ হওয়ার পর, উন্নত চিকিৎসারর জন্য ঢাকা নেয়ার পথে, মাওয়া ফেরীঘাটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৮ বছর।

তিনি দৈনিক সংবাদ ও সকালের খবর পত্রিকায়, আমতলী উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

এবিএন/তরিকুল ইসলাম/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত