বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

মা‌নিকগ‌ঞ্জে চরে পুলিশের বিশেষ অভিযানে অাটক ৪

মা‌নিকগ‌ঞ্জে চরে পুলিশের বিশেষ অভিযানে অাটক ৪

‌মা‌নিকগঞ্জ, ০৬ জুলাই, এবিনিউজ : মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোকদিয়া চরে মা‌নিকগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযান সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার সকাল থে‌কে শিবালয় উপজেলার আলোকদিয়া চরে মা‌নিকগঞ্জ জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান এর নেতৃ‌ত্বে বিপুল সংখ্যক পু‌লিশ অভিযানটি শুর‌ু ক‌রে যা দুপু‌রে সমাপ্ত হয়। আলোকদিয়ার চরে পুলিশের ওই বিশেষ অভিযানে সন্ত্রাসী বা ডাকাতি কার্যক্রমের সঙ্গে জড়িত সন্দেহে চার ব্যক্তিকে আটক এবং চোরাই সন্দেহে দু’টি মোটরসাইকেল ও ১৫টি গরু জব্দ করা হয়ে‌ছে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানায়, ভোর থেকে শুরু হওয়া আলোকদিয়া চরে মা‌নিকগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানে মা‌নিকগঞ্জ জেলা ও শিবালায় পুলিশের প্রায় শতা‌ধিক পুলিশ সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলো।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জকির হোসেন জানায়, বি‌শেষ অ‌ভিযা‌নে আটক চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা শাখায় নেওয়া হয়েছে। চোরাই স‌ন্দে‌হে জব্দ মোটরসাইকেল দু’টি গোয়েন্দা শাখায় নেওয়া হয়েছে। অার জব্দ হওয়া ১৫টি গরু শিবালয় থানায় র‌য়ে‌ছে।

এবিএন/মো: সো‌হেল রানা খান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত