রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

তারা এলেন স্লুইস গেইট নদী গর্ভে বিলীন হওয়ার পর!

তারা এলেন স্লুইস গেইট নদী গর্ভে বিলীন হওয়ার পর!

সোনাগাজী, ০৬ জুলাই, এবিনিউজ : সোনাগাজীতে গত রবিবার ভারী বর্ষণে চরচান্দিয়া ও চরদরবেশ ইউনিয়নের সীমানায় ৯ নং স্লূইস গেইটটি প্রবল পানির স্রোতে নদী গর্ভে বিলীন হয়ে যায়। যার কারনে স্লুইস গেইটের রাস্তা দিয়ে যাতায়াতকারী ৫ গ্রামের অনন্তত ২০ হাজার মানুষ চরম দূর্ভোগে পড়ে। গত ছয় মাস থেকে স্লুইস গেইটটি ঝুকির মধ্যে থাকলেও এলাকাবাসীর শত অনুরোধ শর্তেও জনপ্রতিনিধি ও ফেনী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা প্রয়োজনীয় কোন ব্যবস্থা গ্রহন করেনি। সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান স্থানীয় চেয়ারম্যানদের সহযোগিতা নিয়ে স্লুইস গেইটটি রক্ষার জন্য প্রচেষ্টা চালিয়েও তিনি সফল হয়নি কিন্তু স্লুইস গেইটটি নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার পর তৎপর হয়ে উঠেছে জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দুপুরে স্লুইস গেইটটির বর্তমান অবস্থা ও পরবর্তীতে কী করণীয় তা দেখার জন্য ফেনী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ফেনী -২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী সরেজমিনে পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ফেনী জেলা আ’লীগের সভাপতি আবদুর রহমান বি.কম, ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মনিরুজ্জামান, ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ কোহিনুর ও সোনাগাজী-দাগনভূঁঞা উপজেলার আ’লীগের নেতৃবৃন্দ। এ সময় নিজাম উদ্দিন হাজারী বলেন, ভেঙ্গে যাওয়া স্লুইস গেইটটি অতি দ্রুত পুন: নির্মাণ করা হবে এবং সাধারণ মানুষের যাতায়াতের জন্য কয়েক দিনের মধ্যে বেইলী ব্রীজ নির্মাণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ কোহিনুর মিয়া জানান, স্লুইস গেইটটি নির্মানের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অতি দ্রুত কাজ শুরু করা যাবে বলে আসা করছি।

উল্লেখ্য যে, তৎকালীন সরকার ১৯৬৫ সালে সমুদ্রের লোনা জোয়ারের পানি থেকে রক্ষা , নদী ভাঙ্গন রোধ ও অধিক ফসল উৎপাদনের লক্ষ্যে সোনাগাজী উপজেলার উপকুলীয় অঞ্চলে অন্তত ১২টি স্লুইস গেইট নির্মাণ করেন। কালের বিবর্তনে ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের উদাসীনতায় সব ক’টি স্লুইস গেইট অকেজো হয়ে পড়ে। গত দুই বছর আগে চরদরবেশ ইউনিয়নের চরইঞ্জিমান নামক স্থানে একটি স্লইস গেইট নদী গর্ভে বিলীন হয়ে গেলেও পানি উন্নয়ন বোর্ডের টনক নড়েনি। ওই স্লইস গেইট বিলীন হওয়ার কারণে গত দুই বছর যাবত অন্তত ৫টি গ্রামের হাজার হাজার ফসলী জমি অনাবাদি রয়ে গেছে।

গত রবিবার একই ইউনিয়নের ৯ নং স্লুইসটি নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার পর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দৌড়ঝাপ শুরু হয়। এলাকাবাসী জানান, ৯ নং স্লইস গেইট টি নদী গর্ভে বিলীন হওয়ার কারণে কয়েকটি গ্রামের সাধারণ মানুষ চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়। এ দিকে গত বুধবার বিকেলে ফেনী-৩ আসনের সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ বিলীন হওয়া ৯ নং স্লইস গেইটটি পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/ইমরান

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত