শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বরগুনায় পৃথক দু’টি হামলায় আহত-১৮

বরগুনায় পৃথক দু’টি হামলায় আহত-১৮

বরগুনা, ৮ জুলাই, এবিনিউজ : বরগুনার তালতলীতে গতকাল শুক্রবার রাতে পৃথক দুটি হামলায় অন্ততঃ ১৮ জন আহত হয়েছে। স্থানীয়রা হামলাকারীদের মধ্য থেকে ১০জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার তালতলী উপজেলার সোনাকাটা ইকোপার্কে ভ্রমনে আসেন পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলা এলাকার ১৭-১৮ বছর বয়সের প্রায় ২০ যুবক।

এসময় ভ্রমনার্থী যুবকদের সাথে তালতলী বন্দরে বসে স্থানীয় কতিপয় যুবকদের সাথে কথা কাটাকাটির সময় তর্ক বাঁধে। পরবর্তীতে ভ্রমনার্থীরা সন্ধায় অটোরিক্সায় বাড়ী ফেরার পথে তালতলীর কতিপয় যুবকরা উপজেলার কড়ইবাড়ীয়া বাজারের দক্ষিণ পার্শে¦ অটোরিক্সা থামিয়ে তাদের উপর হামলা চালায়।

এতে উভয় পক্ষের ১৬জন আহত হয়েছে। কড়ইবাড়িয়া এলাকাবাসী পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য আহতদের মধ্য হতে ৯জনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এরা হচ্ছে, মোঃ আল-মামুন, মোঃ ছাইফুল ইসলাম সবুজ, মোঃ রাজিব, রাতুল ইসলাম, শাহিন মৃধা, সাগর, যুবায়ের হোসেন মোল্লা, মোঃ কাওসার ও আবু বকর। এরা সকলেই আহত বিধায় তালতলী থানার ওসি কমলেস চন্দ্র হালদার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মিঃ মংফোকে এনে আহতদেরকে প্রাথমিক চিকিৎসা করিয়েছেন।

অন্যান্য আহতরা কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অপরদিকে, উপজেলার ইদুপাড়া গ্রামের দুলাল ও তার স্ত্রী চিনিভানু গতকাল শুক্রবার রাতে ফাতরার বনের ভিতরে সুন্দরীয়া খালে প্রতিদিনের মত জাল ফেলতে গেলে বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের লবনগোলা গ্রামের ফারুক ও তার ভাই বাবুল মিয়া এলাপাথারী কুপিয়ে তাদের যখম করে।

আহত দুলাল ও তার স্ত্রী চিনিভানুকে আশংকাজনক অবস্থায় পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ওই খালের আসপাশের জেলেরা ঘাতক বাবুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

এবিএন/তরিকুল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত