বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অর্থ ও বাণিজ্য
  • হামদর্দ ট্রাস্ট্রি বোর্ড-এর প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান ড. হুমায়ুন আর নেই

হামদর্দ ট্রাস্ট্রি বোর্ড-এর প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান ড. হুমায়ুন আর নেই

হামদর্দ ট্রাস্ট্রি বোর্ড-এর প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান  ড. হুমায়ুন আর নেই

ঢাকা, ০৮ জুলাই, এবিনিউজ : ভাষা সংগ্রামী, মুক্তিযোদ্ধা এবং হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের ট্রাস্ট্রি বোর্ড-এর প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান ড. হুমায়ুন কে. এম. এ. হাই ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যের ম্যাঞ্চেস্টারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১.৪৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নানিল্লাহি...... রাজিউন)। তাঁর নামাজে জানাযা ৯ জুন ২০১৭ ইং রোজ রবিবার বাদ আছর বারিধারা ১ নং সড়কে অবস্থিত সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হবে এবং বনানী কবরস্থানে তাঁর স্ত্রীর কবরের পাশে তাঁকে সমাহিত করা হবে। ড. হুমায়ুনের বয়স হয়েছিল ৮৭ বছর। মৃত্যুকালে তিনি এক মেয়ে, এক ছেলে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ড. হুমায়ুন ১৯৫২ সালে ঢাকা মেডিকেল কলেজের ছাত্র হিসেবে ছাত্র রাজনীতিতে সক্রিয় ভূমিকা ও ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। শহীদ বরকতের গুলিবিদ্ধ একমাত্র ছবিটি তাঁরই ধারণ করা। মুক্তিযুদ্ধে তিনি জেড ফোর্স-এর চিফ মেডিকেল অফিসার পদে ছিলেন এবং সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেন।

ড. হুমায়ুনের গ্রামের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণের শাকতলা সাহেব বাড়িতে। বাংলাদেশের ঔষধ শিল্পের গবেষণা, উন্নয়ন ও প্রসারে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি ওষুধ প্রশাসন অধিপ্তরের প্রতিষ্ঠাকালীন পরিচালক এবং পরবর্তীতে জনস্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সরকারি কর্মকর্তা হিসেবে অবসর গ্রহণের পর তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর মাস দুয়েক আগে উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়। মরহুমের কুলখানি আগামী ১১ জুলাই ২০১৭ ইং রোজ মঙ্গলবার বাদ মাগরিব ইম্মান্যুয়েল্স ব্যাঙ্কুয়েট হল (বাড়ী নং-৮, রোড নং-১৩৪, গুলশান-১, ঢাকা-১২১২) অনুষ্ঠিত হবে। কুলখানিতে সকল আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, গুণগ্রাহী, শুভাকাংখী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হলো।

এবিএন/কাজী মনসুর-উল-হক/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত