![হামদর্দ বিশ্ববিদ্যালয়ের মত বিনিময় সভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/08/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_87021.jpg)
ঢাকা, ০৮ জুলাই, এবিনিউজ : আজ ০৮ জুলাই ২০১৭ ইং হামদর্দ ভবন মিলনায়তনে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর এক মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়। হামদর্দ বিশ্ববিদ্যালয় ট্রাস্ট্রি বোর্ড-এর চেয়ারম্যান কাজী গোলাম রহমান-এর সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা, হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচারক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূইয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুল মান্নান, হামদর্দ বিশ্ববিদ্যালয় ট্রাস্ট্রি বোর্ড-এর সদস্য এবং হামদর্দ-এর পরিচালক তথ্য ও গণসংযোগ কাজী মনসুর-উল-হক, পরিচালক অর্থ ও হিসাব মো. আনিসুল হক, পরিচালক, প্রশাসন অধ্যাপক হাকীম শিরী ফরহাদ, পরিচালক হামদর্দ ফাউন্ডেশন লে. কর্নেল মাহবুবুল আলম চৌধুরী (অব.), পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন মোহাম্মদ জামাল উদ্দিন ভূইয়া রাসেল, হামদর্দ বিশ্ববিদ্যায়ের ট্রেজারার ড. মো. গোলাম মর্তুজা, রেজিস্ট্রার মো. লুৎফর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. নুরুল হুদা প্রমুখ। সভায় হামদর্দ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে করনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এবিএন/কাজী মনসুর-উল-হক/জসিম/তোহা