বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

গোপালগঞ্জে জুয়ার আসর থেকে আ.লীগ নেতাসহ আটক-৯

গোপালগঞ্জে জুয়ার আসর থেকে আ.লীগ নেতাসহ আটক-৯

গোপালগঞ্জ, ৯ জুলাই, এবিনিউজ : গোপালগঞ্জে জুয়ার আসর থেকে ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।

গতকাল শনিবার কোটালীপাড়া থানা পুলিশ কোটালীপাড়া উপজেলার তারাকান্দর গ্রামের একটি পুকুরপাড়ের জুয়ার আসর থেকে তদের আটক করে।

আটককৃতরা হলেন, কোটালীপাড়া উপজেলার কুশলা ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল শেখ (৫৫), জুয়ারি মোঃ দেলোয়ার হোসেন হাওলাদার (৪৮), জুয়েল গাজী (৩০), সুজিৎ শেখ (২৫), আয়নাল শেখ (৪৫), জাবের আলী (৪২), মিজান মোল্লা (৪৫), নরেশ হালদার (২৮) ও প্রেমানন্দ গাইন (২৭)। এদের বাড়ি কোটালীপাড়া উপজেলার বিভিন্ন গ্রামে।

কোটালীপাড়া থানার এস আই জহির জানান, তারাকান্দর পুকুরপাড়ে জুয়ার আসর বসিয়ে জুয়ারিরা দীর্ঘদিন ধরে জুয়া খেলে আসছিল।

গতকাল শনিবার ওই আসরে অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জামসহ ৯ জনকে আটক করা হয়। আজ রবিবার তাদের গোপালগঞ্জ কোর্টে চালান করা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

এবিএন/লিংকন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত