রাজবাড়ী, ০৯ জুলাই, এবিনিউজ : আজ রবিবার দুপুরে রাজবাড়ীর মোকবুলের দোকান নাকম স্থানে যাত্রীবাহি একটি বাস ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পিকআপ ভ্যানের সংঘর্ষে ২জন মহিলাসহ ১ শিশু নিহত ও কমপক্ষে ১০জন আহত হয়েছে। আহলাদিপুর হাইওয়ে থানার ওসি নবী হোসেন খান জানান, ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস মোকবুলের দোকান এলাকায় আসলে ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি বাসের সাথে সংঘর্ষ হয় এতে ঘটনা স্থলে ৩জন নিহত হয়। এসময় আহত হয় ১০/১২জন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। বাস এবং পিকআপ দুটি আটক করা হয়েছে। তবে কোন চালককে আটক করতে পারিনি। তারা ঘটনা ঘটার সাথে সাথে পালিয়ে গেছে। আহতদের রাজবাড়ীর গ্য়োলন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ সড়ক দুর্ঘটনার কারনে ঢাকা-খুলনা মহাসড়কে ১ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
এবিএন/খন্দকার রবিউল ইসলাম/রাজ্জাক