![বিয়েতে রাজি না হওয়ায় তরুণীকে জবাই করে হত্যা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/09/molovibazar_abnews24-copy_87182.jpg)
কুলাউড়া (মৌলভীবাজার), ৯ জুলাই, এবিনিউজ : বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কুলাউড়ার টিলাগাঁওয়ের বাগৃহালে রেহানা আক্তার (১৭) নামের এক তরুণীকে জবাই করে হত্যা করা হয়েছে।
আজ রবিবার ভোর রাতে এ ঘটনা ঘটেছে। রেহানা ওই গ্রামের মো. আছকর আলীর মেয়ে।
নিহত রেহানার বাবা আছকর আলীর বরাত দিয়ে পুলিশ জানায়, একই ইউনিয়নের আশ্রয়গ্রাম এলাকার রকিব আলীর ছেলে লাল মিয়া রেহানাকে বিয়ের প্রস্তাব দেয়। এতে রেহানা রাজি না হলে বিভিন্ন সময় তাকে উত্যক্ত করতো লাল মিয়া।
আজ রবিবার ভোরে ঘরের দরজা ভেঙ্গে ৪-৫ জন লোক নিয়ে ঘরে প্রবেশ করে রেহানাকে মারধর শুরু করে লাল।
এসময় তার বাবা আছকর আলী তাদেরকে বাধা দিতে গেলে তাকেও মারধর করে তারা। একপর্যায়ে তারা রেহানাকে জবাই করে পালিয়ে যায়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ বিনয় ভুষন রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
এ ঘটনায় লাল মিয়ার পিতা রকিব আলীকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এবিএন/ময়নুল/জসিম/এমসি