![ঝালকাঠির রাজাপুরে নবীন বরণে ছাত্রলীগের দুই গ্রুপ নেতার মধ্যে সংঘর্ষ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/10/jessore-chatrolig@abnews_87323.jpg)
ঝালকাঠি, ১০ জুলাই, এবিনিউজ : ঝালকাঠির রাজাপুর ডিগ্রী কলেজের নবীন বরণ অনুষ্ঠান চলাকালে স্থানীয় সংসদ সদস্য বিএইচ হারুনের সামনেই ছাত্রলীগের দু’গ্রপের দুই নেতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সকাল ১০টার দিকে অনুষ্ঠান মঞ্চের সামনেই এ ঘটনা ঘটে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, ঝালকাঠির রাজাপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে সকাল ১০টায় স্থানীয় সংসদ সদস্য বজলুল হক হারুন কলেজ মিলনায়তনের অনুষ্ঠানস্থলে প্রধান অতিথি হিসেবে প্রবেশ করছিলেন। এ সময় এমপির পাশে হাঁটছিলেন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান। একটু সামনে হাঁটছিলেন ছাত্রলীগের আরেক নেতা রাজিব ফরাজী।
এ সময় এমপির সামনের লোকজন সরিয়ে দিচ্ছিলেন রাজিব ফরাজী। এক পর্যায় ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান সামনে থাকা রাজিব ফরাজীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইলে দু’জনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় এমপি হারুন সহ উপস্থিত অতিথিরা হতভম্ব হয়ে পড়েন। পরে পুলিশ সাংসদ হারুনকে নিরাপদে সভামঞ্চে উঠিয়ে দেন।
পরে সাংসদ হারুণ এবং স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দ ছাত্রলীগের ওই দুই নেতার মধ্যে সমঝোতা করিয়ে দেন। এরপর পরিস্থিতি কিছুটা শান্ত হলে অনুষ্ঠান শুরু হয়।
এ ব্যপারে রাজাপুর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মাহমুদ হাসান বলেন, আসলে লিডারের সামনে এ অনাকাঙ্খিত ঘটনার জন্য আমি লজ্জিত। তবে নিজেদের মধ্যে ঘটে যাওয়া ঘটনা তাৎক্ষনিক ভাবেই সমাধান হয়েছে, বলেন দাবী করেন তিনি।
এ ব্যপারে রাজাপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম বারী খান বলেন, আমি ঘটনার কথা শুনেছি মাত্র, কোন কিছুই আমার সামনে ঘটেনি। তাই বিষয়টি পরিস্কার কিছু বলতে পারছিনা।
এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/নির্ঝর