![রাজবাড়ীতে ফেন্সিডিল সহ ওয়ার্ড আওয়ামী লীগনেতা গুড় হোসেল আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/10/gur-shohel@abnews_87332.jpg)
রাজবাড়ী, ১০ জুলাই, এবিনিউজ : রাজবাড়ীতে ২৮ বোতল ফেনসিডিলসহ খন্দকার আব্দুল্লাহ আল মামুন ওরফে গুড় সোহেল (৪২) নামে ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
৯ জুলাই রোবাবার বিকেলে রাজবাড়ী শহরের গুড় বাজারের নিজ দোকান থেকে তাকে আটক করা হয়। সোহেল রাজবাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিনোদপুর কলেজপড়া এলাকার খন্দকার আব্দুর রবের ছেলে।
তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাজীব মিনা জানান, সোহেলের রাজবাড়ী বাজারে গুড়ের দোকান রয়েছে। দীর্ঘদিন তিনি ওই দোকানের আড়ালে ফেনসিডিলের ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে তার দোকানে অভিযান চালানো হয়। এসময় লোহার সিন্দুকের ভেতর থেকে ২৮ বোতল ফেনসিডিল উদ্ধার এবং তাকে আটক করা হয়।
তিনি আরো জানান, সোহেল একজন পেশাদার মাদক ব্যবসায়ী সে দীর্ঘদিন যাবত গুড়ের ব্যবসার আড়ালে এই মাদক ব্যবসা চালিয়ে আসছে।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/নির্ঝর