বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কুশিয়ারা নদী খননসহ বুঁড়িকিয়ারী বাঁধ অপসারণের দাবী

কুশিয়ারা নদী খননসহ বুঁড়িকিয়ারী বাঁধ অপসারণের দাবী

কুশিয়ারা নদী খননসহ বুঁড়িকিয়ারী বাঁধ অপসারণের দাবী

কুলাউড়া (মৌলভীবাজার), ১০ জুলাই, এবিনিউজ : দুই দফা বন্যায় বিগত ৩ মাসে ব্যাপক ক্ষতিগ্রস্থ হাকালুকি হাওরের ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে ত্রান বিতরন করেছে কুলাউড়া উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।

আজ সোমবার সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি এম এম শাহীনের পক্ষে কুলাউড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি পৌরসভার প্যানেল মেয়র জয়নাল আবেদীন বাচ্ছু ও সাবেক সাধারন সম্পাদক বদরুজ্জামান সজলসহ বিএনপি,যুবদল,ছাত্রদলের নেতৃবৃন্দ হাকালুকির কয়েকটি ইউনিয়নে ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রান বিরন করেন।

অপরদিকে জেলা বিএনপির সহ-সভাপতি এড. আবেদ রাজার নেতৃত্বে কুলাউড়া উপজেলা বিএনপির অপর অংশের নেতা কর্মীকে নিয়ে এশিয়ার বৃহত্তর হাওর হাকালুকি পাড়ের ২নং ভূকশিমইল ইউনিয়নের শশারকান্দি, বাদে ভূকশিমইল, জব্দা, মুক্তাদিপুর, কালেড়া, কানেহাত, বড়দল, চিলারকান্দি এবং আশ পাশ এলাকায় গত শনিবার ত্রাণ বিতরণ করা হয়।

এসময় এড.আবেদ রাজা বলেন, অবিলম্বে এশিয়ার বৃহত্তম হাওড় হাকালুকি ও কুশিয়ারা নদী খনন এবং বুঁড়িকিয়ারী বাঁধ অপসারণ করতে হবে। নতুবা হাওরের চর্তুরপাড়ে বন্যা কবলিত এলাকার জনগনকে সাথে নিয়ে বুঁিড়কিয়ারী বাঁধ অপসারণ করা হবে।

তিনি কৃষি ঋণ মওকুফ, সার্টিফিকেট মামলা প্রত্যাহার ও বিনা সুদে ঋণ দেয়ার আহবান জানান।

ত্রান বিতরনকালে উপজেলা বিএনপি একাংশের সাধারন সম্পাদক এম এ মজিদ ও প্রচার সম্পাদক শহীদুল ইসলামসহ বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এবিএন/পবন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত