![বরগুনায় পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধীক টাকার মাছ নিধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/10/borguna_abnews24_87377.jpg)
বরগুনা, ১০ জুলাই, এবিনিউজ : বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের দক্ষিন তেতুল বাড়িয়া গ্রামের আব্দুল মান্নান ফকিরের পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় লক্ষাধীক টাকার ক্ষতি করেছে দূর্বিত্তরা।
পূর্ব শত্রুতার জেড়ে হয়তো কেহ তার এ বড়ধরনের ক্ষতি করতে পারে বলে ধারনা করছেন ক্ষতিগ্রস্থ আব্দুল মান্নান ফকির। বিষ প্রয়োগের কারনে গত চারদিন যাবত পুকুরের বিভিন্ন প্রজাতির মাছ মারা যাচ্ছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী একাধিক ব্যাক্তি জানান, মাছ মরে পুকুরে দূর্ঘন্ধ ছড়িয়ে পরেছে।
ক্ষতিগ্রস্থ আব্দুল মান্নান জানান, তিনি তার বাড়ির দুটি পুকুরে ৬হাজার পাঙ্গাস, ৩ হাজার গলদা চিংড়ি ও অন্যান্য প্রজাতির অন্তত ৫ হাজার মাছের রেনু পোনা এবছর পুকুরে অবমুক্ত করেন। কিন্ত গত চারদিন যাবত মাছগুলো মরে ভেসে উঠতেছে এবং বিষাক্ত দূর্ঘন্ধ চাড়দিকে ছড়িয়ে পরছে।
মান্নান ফকির আরো বলেন, এলাকার কতিপয় বখাটে আমার বাড়ির বিভিন্ন প্রজাতির ফলের গাছ নষ্ঠ করেছে এখন আবার আমার পুকুরে বিষ দিয়ে খামারের সকল মাছ তারা ধংষ করে দিয়েছে।
স্থানীয় ইউপি সদস্য বাচ্চু মিয়া ঘঁনার সত্যতা স্বীকার করে দুষিদের দৃষ্টান্ত মূলক বিচার দাবী করছেন। তবে এ ব্যাপারে একটি মামলা দায়ের করবেন বলে মান্নান ফকির জানান।
এ ব্যাপারে বরগুনা সদর থানার (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, থানায় কেহ অভিযোগ দেয়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এবিএন/তরিকুল/জসিম/এমসি