বরগুনা, ১০ জুলাই, এবিনিউজ : বরগুনা জেলার তালতলী উপজেলার তাতেপাড়া গ্রামে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে ব্যার্থ হয়ে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঐ গৃহবধূ আজ সোমবার বরগুনা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনালে একটি মামলা দয়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে তালতলী থানাকে এজাহার করে আসামী গ্রেফতার করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দিয়েছেন। মামলা সূত্রে জানা যায়, উপজেলার তাতেপাড়া গ্রামের তাহের মৃধার ছেলে চুন্নু মৃধা দির্ঘদিন যাবত একই এলাকার মধ্য তাতিপাড়া গ্রামের মো. শেলিম মৃধা এর স্ত্রী পারভীন বেগমকে নানা কু-প্রস্তাব দিয়ে আসছিলো। শেলিম মৃধা হাট বাজারে আম বিক্রি করে সংসার চালায় । ঘটনার দিন গত শনিবার রাতে শেলিম মৃধা আম ক্রয়ের জন্য বরগুনা শহরে আসলে সুযোগ বুঝে চুন্নু মৃধা পারভিনকে ধর্ষণ করার জন্য তার বাড়িতে পাক রুমে ওত পেতে থাকে । পারভিন প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে নামলে চুন্নু মৃধা গৃহবধূকে মুখ চেপে ধরে অপহরন করে বাগানের মধ্যে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। কিন্ত পারভীনের ডাক চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে ব্যার্থ হয়ে পারভীনকে মারধর করে চুন্নু মৃধা পালিয়ে যায়।
এবিএন/তরিকুল ইসলাম/জসিম/তোহা