![ছাত্রলীগ নেতার বাড়ীতে আগুন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/10/agon 3_87410.jpg)
রাজবাড়ী, ১০ জুলাই, এবিনিউজ : রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়াল নগর গ্রামে ০৯জুলাই রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা ছাত্রলীগের সহ সভাপতি পারভেজ খানের বাড়িতে দুর্বত্তরা আগুন দিয়েছে।দুর্বত্তরাদের দেওয়া আগুনে একটি খড়ির ঘর পড়ে ছাই হয়ে গেছে।
ছাত্র নেতা পারভেজ খান জানান, আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে দুর্বত্তরা খড়ির ঘরে আগুন দিয়েছে আমার ঘড় পুড়ীয়ে দেয়ার উদ্দেশ্যে। আমার জনপ্রিয়তায়,ও ভালকাজে অংশ গ্রহনে,তাদের হিংসার কারন বলে আমি মনে করি।
তিনি আরো জানান ২ঘন্টা মোটোরে পানি দিয়ে এলাকাবাসির সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়।
পারভেজের দাবি এ অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমান প্রায় দেড়লাক্ষাদিক টাকা।
এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/ইমরান