![প্রেম করার অপরাধে পাষন্ড পিতা জবাই করে হত্যা করল আপন মেয়েকে](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/10/abnews-24.bbbbbbbbbb_87411.jpg)
কুলাউড়া (মৌলভীবাজার), ১০ জুলাই, এবিনিউজ : কুলাউড়ার টিলাগাওয়ে তরুনী রেহানা হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। প্রথমে প্রেমিকের সাথে বিয়ে না দেওয়ার কারনে রেহানাকে হত্যা করা হয়েছে হিসাবে প্রচার করা হলেও পুলিশী তদন্তে প্রেম করার অপরাধে পাষন্ড পিতাই আপন মেয়েকে জবাই করে হত্যা করেছে বলে পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে পাষন্ড পিতা। আপন পিতা কর্তৃক মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার ঘটনায় গোটা কুলাউড়ায় ব্যাপক তোলপাপাড় চলছে। এলাকাবাসী পিতা নামের কলংক পাষন্ড আছকর আলীর ফাঁিস দাবী করেছে এবং থানায় আটক ঘাতক আছকরকে দেখতে ভীড় করেন শত শত জনতা। পুলিশ জানায়,নিহত রেহানার পিতা মো. আছকর আলী মেয়ের হত্যাকান্ডের ভার অন্যের উপর চাপাতে চাইলেও পুলিশি নজর ছিলো তার উপর। ১০ জুলাই রাতে পুলিশ স্থানীয় চেয়ারম্যান আবদুল মালিকসহ ইউপি সদস্যদের সহযোগিতায় রেহানার পিতাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে নিজের মেয়েকে হত্যার লোমহর্ষক বর্ণনা দেয় ঘাতক পিতা।
কুলাউড়া থানার ওসি(তদন্ত) বিনয় ভূষন রায় জানান, রেহানা একই ইউনিয়নের আশ্রয় গ্রামের লাল মিয়ার সাথে প্রেম করার অপরাধে রেহানার পিতা আছকর আলী পরিকল্পিত ভাবে গলাকেটে হত্যা করে আপন মেয়েকে রবিবার ভোরে। এই হত্যার দায় প্রেমিক লাল মিয়া ও তার শুভাকাক্ষী বৈদ্যশাসনসহ পৃথিমপাশা এলাকার কয়েক জনের উপর চাপানোর অপচেষ্টা চালায় পিতা আছকর। এরই সপক্ষে যুক্তি হিসাবে সে নিজ হাতে, কপালে ও বামপিঠে ব্লেড দিয়ে কেটে রক্তাক্ত করে। কিন্তু পিতার কথাবার্তা পুলিশের কাছে সন্দেহজনক মনে হলে ঘটনার দিন অর্থাৎ রবিবার রাতেই পুলিশ তাকে গ্রেফÍার করে । এবং স্থানীয় চেয়ারমন্যান মেম্বারের সম্মুখে আপন মেয়ে হত্যার লোমহর্ষক বিবরন দেয় এবং হত্যার কাজে ব্যবহৃত ছোড়া, ব্লেড ও তার পরনে থাকা রক্তমাখা লুঙ্গি নিহত রেহানার পিতা আছকর আলীর কাছ থেকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত (বিকেল সাড়ে ৩ টা) ১৬৪ ধারায় মেয়েকে হত্যায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে ঘাতক পিতা আছকর আলী বলে পুলিশ সুত্রে জানা গেছে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে স্বামীকে আসামীকে করে কুলাউড়া থানায় হত্যা মামলা রুজু করেছেন।
উল্লেখ্য, গতকাল রবিবার ভোরে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাগৃহাল গ্রামে মো. আছকর আলীর মেয়ে রেহানা বেগম(১৭) এর গলাকাটা লাশ উদ্বার করে পুলিশ। তখন পুলিশের কাছে পিতা আছকর আলী জানিয়েছিলেন প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় একই ইউনিয়নের আশ্রয়গ্রাম এলাকার রকিব আলীর ছেলে লাল মিয়া ভোরে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে রেহানাকে মারধর শুরু করলে তার বাবা আছকর আলী বাধা দেন। এতে তাকেও ছরিকাঘাত করে। একপর্যায়ে সে রেহানাকে জবাই করে পালিয়ে যায় বলে অভিযোগ করেন রেহানার পিতা আছকর আলী।
এবিএন/তরিকুল ইসলাম/জসিম/তোহা