![নড়াইলে ট্রাকের ধাক্কায় পুলিশের এস. আই. আহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/10/narail_abnews_87508.jpg)
নড়াইল, ১০ জুলাই, এবিনিউজ : নড়াইলে ট্রাকের ধাক্কায় পুলিশের এস আই সুভাষ চন্দ্র দাস গুরুতর আহত আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে নড়াইল শহরের চৌরাস্তায় এ ঘটনা ঘটে। তিনি মেহেরপুর জেলার গাংনি থানায় কর্মরত আছেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, আহত এস আই সুভাষ নড়াইল কোর্টে একটি মামলার সাক্ষি দেওয়ার জন্য মেহেরপুর থেকে এসেছিলেন।
নড়াইল শহরের চৌরাস্তা যশোরগামী ট্রাক( কুষ্টিয়া ট-১১-১৮৪৩) দ্রত গতিতে পেছন দিক থেকে মটরসাইকেল চালক এস আই সুভাষকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে যায়। এসময় তার মাথা,হাত পা সহ বিভিন্ন স্থানে গুরুতর আঘাত প্রাপ্ত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতলে নিলে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল হাসপাতলে প্রেরন করেন।
আহত পুলিশ সদস্যকে দেখতে হাসপাতালে আসেন পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামসহ পুলিশের কর্মকর্তারা। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকসহ হেলপারকে আটক করেছে পুলিশ।
এবিএন/খায়রুল/জসিম/এমসি