![ইয়াবা খাওয়ার সময় গ্রামবাসীর হাতে ধরা পড়লেন এএসআই](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/10/chapai_police.abnews24_87524.jpg)
চাঁপাইনবাবগঞ্জ, ১০ জুলাই, এবিনিউজ : ইয়াবা সেবনের দায়ে চাঁপাইনবাবগঞ্জে ফয়সাল আহমেদ নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) গতকাল রবিবার সকালে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিভিন্ন অভিযোগের কারণে সম্প্রতি তাকে সদর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, গত শনিবার বিকেলে সদর উপজেলার কালিনগর মরা পাগলা এলাকায় সঙ্গীদের সঙ্গে ইয়াবা সেবনের সময় স্থানীয় গ্রাম পুলিশের হাতে আটক হন ফয়সাল আহমেদ। আটকের পর গ্রাম পুলিশ তাকে থানায় পুলিশের কাছে সোপর্দ করে।
পুলিশ সুপার বলেন, ‘এ ঘটনায় তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এরআগে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠায় তাকে সদর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়।’
এবিএন/শংকর রায়/জসিম