![খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, আহত-৩](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/11/road-accident@abnews_87533.jpg)
খাগড়াছড়ি, ১১ জুলাই, এবিনিউজ : খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলাতে কী ছিল ওই বাসে? ব্যারিকেট ভেঙ্গে গাড়ীর চাপায় ২জনের করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৪টার দিকে রামগড় থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির সন্দেহজনক সিটি সার্ভিস বাসকে ব্যারিকেট দিতে গিয়ে চাকায় পিষ্ঠ হয়ে প্রাণ গেল জালিয়া পাড়ার মো: আরিফ হোসেন(৩০) ও মো: মহিদুল ইসলাম(৩৫)। এ ঘটনায় আরো ২জন আহত হয়েছে। একাধিক ব্যারিকেট ভেঙ্গে ঘাতক বাসটি অনায়াসে পাড়ি জমিয়েছে চট্টগ্রাম সমতলে। মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ মো: মাইন উদ্দীন খাঁন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন এবং লাশ দু’টি সূরতহাল সম্পন্ন করতে খাগড়াছড়ি জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরন করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার ভোর রাতে রামগড় সড়ক দিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে বেপরোয়া গতির সন্দেহজনক সিটি সার্ভিস বাসকে আটকাতে(ব্যারিকেট) এগিয়ে এলেন জালিয়াপাড়ার মো: আরিফ হোসেন, মো: মহিদুল ইসলাম ও মো: জামাল হোসেন(২৫)। তারা জালিয়াপাড়া থেকে বাসের পিছু নিয়ে মানিকছড়ি এসে রানী নিহার দেবী সরকারি হাইস্কুল গেইটে(চট্টগ্রাম-খাগড়াছড়ি প্রধান সড়ক) অবস্থান নেয় এবং মোটর সাইকেল ও একাধিক টোল-টেবিল দিয়ে ব্যারিকেট দেয়। কিন্তু সন্দেহজনক ওই ঘাতক বাস চালক এসব ব্যারিকেট ভেঙ্গে মোটর সাইকেলসহ ৩ যুবককে টেনে-ছিড়ে ৫০গজ দূরে নিয়ে ফেলে অনায়াসে চলে যায়। এতে ঘটনাস্থলে মো: আরিফ ও মহিদুল মারা যায়। অপর ২যুবক মো: জামাল হোসেনসহ গুরুত্বর আহত হয়। খবর পেয়ে মানিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে এসে প্রথমে আহতদের মানিকছড়ি হাসপাতালে আনলে চিকিৎসকরা দু’জনকে মৃত্যু ঘোষণা করেন এবং অপর জনকে চমেক হাসপাতালে প্রেরন করেন। এছাড়া বাসটিকে ব্যারিকেট দিতে গাড়ীটানা টোল কেন্দ্র ও ফটিকছড়ি থানায় খবর দেন। কিন্তু কেউই বাসটিকে আটকাতে পারেনি। বাসের বেপরোয়া গতিতে গাড়ীটানা টোল কেন্দ্রের বাঁশ ছিড়ে মো: মিল্টন খাঁন নামক এক যুবক আহত হয়। বাসের বেপরোয়া গতিতে জনমনে সন্দেহ বাড়ছে যে, ওই বাসে কী ছিল? পাহাড়ের নিরাপত্তা বেষ্টুনি ভেঙ্গে কিভাবে বাসটি অনায়াসে চট্টগ্রাম সমতলে পৌঁছল?
মানিকছড়ি থানার অফিসার ইনচার্র্জ(ওসি) মো: মাইন উদ্দীন খাঁন দূর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ খবর পেয়ে ভোর ৪টা ১০মিনিটে সরেজমিনে আসেন এবং বেপরোয়া বাসটি আটকাতে ফটিকছড়ি থানা পুলিশকে অবহিত করেন। কিন্তু কেউই বাসটিকে আটকাতে পারেনি। পুলিশ দু’টি লাশ উদ্ধার করেছে এবং আহতকে চমেক হাসপাতালে প্রেরণ করেছে। দুমড়ে-মুচরে যাওয়া একটি মোটর সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যান।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে জালিয়াপাড়া থেকে নিহত ও আহতদের আত্মীয়-স্বজনরা মানিকছড়ির উপজেলা হাসপাতালে ছুঁটে আসেন। এ সময় নিহত মো: আরিফ ও মো: মহিদ এর স্বজনদের কান্নায় পরিবেশ ভারি হয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এবিএন/চাইথোয়াই মারমা/জসিম/জেডি