বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ঝালকাঠিতে বন্দুকযুদ্ধে ১ ডাকাত নিহত

ঝালকাঠিতে বন্দুকযুদ্ধে ১ ডাকাত নিহত

ঝালকাঠি, ১১ জুলাই, এবিনিউজ : সদর উপজেলার বেরপাশা নামক স্থানে সোমবার রাত ৩টার দিকে পুলিশ দুস্কৃতিকারী গুলি বিনিময়ে ১ ডাকাত নিহত এবং ৩ ডাকাত আহত হয়েছে। ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ মো. তাজুল ইসলাম জানান সোমবার রাত তিনটার দিকে ঝালকাঠি-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি সদর উপজেলার বেরপাশা নামক স্থানে টহল পুলিশ ৮/১০ জন লোকের উপস্থিতি টের পেয়ে তাদেরকে চ্যালেঞ্জ করে। এ সময় ওই আট-দশজন পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। পুলিশও তাদের প্রতি পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায় ডাকাতরা পিছুহটে পালিয়ে যায়।

ঝালকাঠিতে বন্দুকযুদ্ধে ১ ডাকাত নিহত

ভোররাত চারটার দিকে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় একজনকে আটক করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক এএইচএম ফয়সাল গুলিবিদ্ধ ওই ব্যাক্তিকে মৃত ঘোষণা করেন। মৃত ব্যাক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তবে তার নাম পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে একটি শাটারগান, এক রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি ছ্যানা, একটি করাত, একটি ছেলাই রেঞ্জ ও একটি চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় সামান্য আহত হয়েছেন ঝালকাঠি সদর থানার ওসি তদন্ত ফারুক আলম, এএসআই মেহেদী ও বাপ্পি।

ঝালকাঠির সিনিয়র সহকারী পুলিশ সুপার এমএম. মাহামুদ হাসান বলেন, ৮/১০ জনের ডাকাত দল সম্ভবত ওই এলাকার কোন বাড়িতে অথবা নৈশ কোচে ডাকাতির জন্য ওৎপেতে ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলিবর্ষণ করে। ঘটনার সময় পুলিশ ১৮-২০ রাউন্ড গুলি বর্ষন করে। নিহত ডাকাতের নাম পরিচয় জানার চেস্টা চলছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান একেএম জাকির হোসেন দাবি করেন, গোলাগোলির শব্দ শুনে এলাকার দুইশতাধিক মানুষ পুলিশের সাথে ডাকাতদের ধাওয়া করে।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত