![মুন্সীগঞ্জে ৩৫ কোটি মিটার কারেন্ট জাল জ্বালিয়ে দিয়েছে পাগলা কোস্টগার্ড](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/11/current-jal@abnews_87546.jpg)
মুন্সিগঞ্জ, ১১ জুলাই, এবিনিউজ : মুন্সীগঞ্জের সদর উপজেলার মোক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৫ কোটি মিটার অবৈধ কারন্টেজাল জব্দ করেছে ঢাকার কোস্টগার্ড। দীর্ঘদিন ধরে মোক্তারপুর ফেরীঘাটের আইএফআইসি ব্যাংকের নীচের অবৈধ কারেন্ট জালের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মার্কেটে অভিযান পরিচালনা করে ঢাকার কোস্টগর্ড।
এ সময় বিপুল পরিমান অবৈধকারেন্ট জাল মজুদ অবস্থায় পাওয়া যায়। মুন্সীগঞ্জ পাগলা কোস্টগার্ড ৩৫ কোটি মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে দেড় থেকে দুই কোটি টাকা মুল্য ধার্যকরা হয়েছে। পরে জব্দকৃত কারেন্টজাল নদীর পার্শ্বে নিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে নষ্ট করা হচ্ছে। এই রিপোর্ট লিখা পর্যন্ত আগুন দিয়ে নেভানো চলছে। তবে আগুন নেভানোর সময় অসতর্ক থাকার কারণে গাছে আগুন ধরে যায়। পরবর্তীতে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি গাড়ি এনে আগুন নেভানো হয়।
তবে ব্যবসায়ীরা জানিয়েছে শীত মৌসুমে যা উৎপাদন হয়েছে সব মার্কেটে চলে গেছে। এখন আর তেমন কিছু নাই। যা আছে এটা সামন্যতম। ব্যবসায়ীদের কথানুযায়ী যেখানে ৩৫ কোটি মিটার কারেন্টজালকে সামন্যতম ধরা হয় তবে শীত মৌসুমে কি পরিমান কারেন্টজাল উৎপাদিত হয়ে মার্কেটে চলে গেছে তা পাঠকই বিবেচনা করে হিসেব করবে।
লে: কমান্ডার তাসকিন রেজা, নৌ পুলিশ এস.আই জুলহাস, পাগলা কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সায়ীদ এম কাসেদ, সহকারি কমিশনার ভূমি সাঈদুজ্জামান খান, মৎস্য অফিসার প্রমুখ।
এবিএন/আতিকুর রহমান টিপু/জসিম/নির্ঝর