বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

মা‌নিকগ‌ঞ্জে বসত ঘর থেকে মারা পড়ল ২০টি সাপ

মা‌নিকগ‌ঞ্জে বসত ঘর থেকে মারা পড়ল ২০টি সাপ

‌মা‌নিকগঞ্জ, ১১ জুলাই, এবিনিউজ : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় কৃষকের বসত ঘর থেকে ২০ বিষধর গোখরা সাপ মারা হ‌য়ে‌ছে। ঘটনাটি ঘটেছে ‌সোমবার জেলার সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের চরকানাই নগর গ্রামের কৃষক মো:নওয়াব আলীর বাড়িতে। নওয়াব অালীর প্র‌তি‌বে‌শি ইউনুছ গাজী জানায়, ‌সোমবার সকা‌লের দি‌কে বা‌ড়ির মা‌লিক নওয়াব আলী তার বসত ঘরে শুয়ে বিশ্রাম নিচ্ছিলো। হঠাৎ তিনি ঘরের ‌ভিতর খুটির নিচে ইদুরের গর্তে একটি সাপ দেখতে পায়।

এ সময় সে ও বা‌ড়ির লোকজন সাপটিকে পিটিয়ে মারে। সাপ‌টি‌কে পি‌টি‌য়ে মারার পর ঘ‌রের ভিতর গর্ত থেকে একে একে বেরিয়ে আসে আরও কয়েকটি সাপ। এ সময় প‌রিবা‌রের সদস্য‌দের ডা‌কে এলাকার লোকজনের সহযোগিতায় পর পর ২০টি গোখরা সাপ মারা হয়।

খবর পে‌য়ে মারা সাপগুলো দেখতে শত শত লোক ওই বাড়িতে ভিড় জমায়। বাড়ির মালিক নওয়াব আলী জানায়, ঘ‌রের ম‌ধ্যে সাপ অা‌ছে তা তি‌নি জা‌ন্তেন না। এক সাথে এত গুলো সাপ আগে কখনো দেখেনি। তিনি আরো জানায়, আশপাশের লোকজনের সহযোগীতায় ২০টি বিষধর গোখরা সাপ পিটিয়ে মারা হয়েছে। সাপগুলো দের থেকে দুই হাত লম্বা হবে।

‌এবিএন/মো: সো‌হেল রানা খান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত