শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
নদীতে স্রোত থাকায় ফেরি চলাচল ব্যাহত

পাটুরিয়া-দৌলতদিয়ায় পারের অপেক্ষায় ৮শ যান

পাটুরিয়া-দৌলতদিয়ায় পারের অপেক্ষায় ৮শ যান

‌মা‌নিকগঞ্জ, ১১ জুলাই, এবিনিউজ : দে‌শের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রী ও যানবাহন রাজধানী‌তে প্র‌বে‌শের পথ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট। পদ্মা নদীতে স্রোত থাকায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে প্রতিটি ফেরি পারাপার হতে স্বাভাবিক সময়ের চেয়ে ৩০ থেকে ৩৫ মিনিট করে অতিরিক্ত সময় লাগছে।

যে কারনে পাটু‌রিয়া ও দৌলত‌দিয়া ঘাটে প্রায় ৮ শতাধিক যানবাহন পারাপা‌রের অপেক্ষায় রয়েছে।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পারাপারে অপেক্ষায় যানবাহ‌নের ম‌ধ্যে ৭’শ পণ্যবাহী ট্রাক রয়ে‌ছে।

মঙ্গলবার দুপু‌রে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট সংশ্লিষ্ট ব্যক্তিরা বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন ( বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাট কার্যালয় বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানায়, নদীতে প্রচন্ড স্রোত থাকার কারণে প্রত্যেকটি ফেরিকে স্বাভাবিক সময়ের চেয়ে অতিরিক্ত ৩০ থেকে ৩৫ মিনিট সময় বেশি গুনতে হচ্ছে। এতে ফেরির ট্রিপ হচ্ছে আগের তুলনায় অর্ধেক। দুর্ঘটনা এড়াতে ফেরি চলছে ধীরগতিতে। অপরদিকে যাত্রী ভোগান্তির বিষয়টি বিবেচনা করে যাত্রীবাহী বাস ও ছোট গাড়ি গুলোকে অগ্রাধিকার ভিত্তিতে নৌরুট পারাপার করা হচ্ছে। যে কারণে নৌরুটের উভয় ফেরিঘাট এলাকা মিলে ৭’শ পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে।

যে কারণে নৌরুট পারাপারের জন্য দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দীর্ঘ সময় অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ফেরিঘাট কার্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানায়, মধ্যরাত থেকে ভোর পর্যন্ত পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী পরিবহনের বাড়তি চাপ থাকে। যাত্রী ভোগান্তি বিষয়টি বিবেচনা করে ওই পরিবহনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে নৌরুট পারাপার করা হয়।

যে কারণে অপেক্ষামান থাকতে হয় পণ্যবাহী ট্রাক গুলোকে। এছাড়া এখন নদীতে প্রচন্ড স্রোত থাকার কারণে ফেরি চলাচলও ব্যাহত হচ্ছে। সব মিলে নৌরুট পারাপার হতে আসা ট্রাক চালকদের কিছুটা বাড়তি সময় অপেক্ষা করতে হচ্ছে পাটুরিয়া ফেরিঘাট এলাকায়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরিঘাট কার্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক রুহুল আমিন জানায়, নদীতে প্রচন্ড স্রোত থাকায় ফেরি পারাপারে স্বাভাবিক সময়ের চেয়ে অতিরিক্ত ৩০ থেকে ৩৫ মিনিট বেশি লাগছে। এ ছাড়া দৌলতদিয়া এলাকার ৪টি ঘাট পন্টুনের মধ্যে ২ নম্বর ঘাট পন্টুনটি ঝুকিপূর্ণ হওয়ার কারনে ওই পন্টুন দিয়ে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রয়েছে। সবশেষ দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ক‌য়েক শতাধিক যানবাহন নৌরুট পারাপারের অপেক্ষায় রয়েছে। তবে এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বে‌শি।

পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌ-পুলিশের ইনচার্জ সামছুল আলম জানায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে ১৫ টি ফেরি চলাচল করছে।

পাটুরিয়া ফেরিঘাট ট্রাফিক পুলিশের উপ-পরির্দশক (এসআই) দিলীপ কুমার মন্ডল জানায়, ফেরি পারাপারের অপেক্ষায় পাটুরিয়া ঘাট এলাকায় ক‌য়েক শতাধিক পণ্যবাহী ট্রাক রয়েছে। এ ছাড়াও কিছু যাত্রীবাহী পরিবহন রয়েছে। তবে যাত্রীবা‌হি পরিবহন গুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। যে কারণে পরিবহন যাত্রীদের ভোগান্তি না হলেও ব্যাপকভাবে ভোগান্তির কবলে পড়েছেন ট্রাক চালকেরা।

এবিএন/মো: সো‌হেল রানা খান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত