বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • একশ দিনের মধ্যে মাদক নির্মূলের ঘোষণা নড়াইলের পুলিশ সুপারের

একশ দিনের মধ্যে মাদক নির্মূলের ঘোষণা নড়াইলের পুলিশ সুপারের

একশ দিনের মধ্যে মাদক নির্মূলের ঘোষণা নড়াইলের পুলিশ সুপারের

নড়াইল, ১১ জুলাই, এবিনিউজ : মাদক নির্মূলে একশ দিনের বিশেষ পরিকল্পনা হাতে নিয়ে মাঠে নেমেছেন নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম। জনপ্রতিনিধি, সাংবাদিক, স্কুল-কলেজের শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময়সহ সার্বিক সহযোগিতা নিয়ে সচেতনতা বৃদ্ধি ও অভিযান পরিচালনার মাধ্যমে আগামি একশ দিনের মধ্যে নড়াইল জেলাকে মাদক মুক্ত করা হবে। সোমবার(১০ জুলাই) বিকালে নড়াইলের লোহাগড়া থানা ভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে পুলিশ সুপার এ ঘোষণা দেন।

এসময় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, ওসি (তদন্ত) মোঃ মনিরুল ইসলাম, থানার সকল পুলিশ কর্মকর্তা ,লোহাগড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শিমুল হাসান, ও অন্যান্য গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম ঘোষণাদেন মাদক নির্মূলে স্বাধীনভাবে পুলিশ কাজ করবে। অভিযান চলাকালে কোন নেতা বা জনপ্রতিনিধি বা অন্য কোন মহলের মাদক নির্মূল বিরোধী কোন সুপারিশ কে পাত্তা দেয়া হবে না।

পুলিশ সুপার তার বক্তব্যে আরো বলেন, এই একশ দিনে মধ্য নড়াইল জেলা মাদক সেবী ও মাদক ব্যবসায়ি মুক্ত করবো। তিনি সকলের কাছে এ ব্যাপারে সার্বিক সহযোগিতা চেয়েছেন। এদিকে, লোহাগড়ার থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম জানান, সোমবার অভিযান চালিয়ে পুলিশ ৩০৫ পিচ ইয়াবাসহ মাগুরা জেলার মোহাম্মদপুর থানার কালিশংকরপুর গ্রামের ময়েন উদ্দিনের ছেলে আইয়ুব মোল্যাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/ইমরান

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত