শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মানিকছড়িতে যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতন : আটক ৩

মানিকছড়িতে যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতন : আটক ৩

মানিকছড়িতে যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতন : আটক ৩

খাগড়াছড়ি, ১১ জুলাই, এবিনিউজ : খাগড়াছড়ি পার্বত্য জেলা মানিকছড়ি উপজেলাতে যৌতুক না পেয়ে এক শিক্ষিকাকে পিটিয়ে মারাক্ত জখন করেছে পাষান্ড স্বামী। হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শিক্ষিকা আমেনা বেগম মনি(২৭)। এ ঘটনায় গতকাল সোমবার পুলিশ স্বামী মো: শাহজাহান, ভাসুর মো: আমিনুল ইসলাম ও মো: নূর নবীকে আটক করে জেল-হাজতে প্রেরণ করেছে।

পুলিশ ও বাদীর অভিযোগ সূত্রে জানা যায়, মানিকছড়ি উপজেলার ডাইনছড়ি নিবাসী মো: আমির হোসেন’র কন্যা আমেনা বেগম মনি’র সাথে আট বছর আগে মরাডলু গ্রামের মৃত: আবদুল খালেক এর কনিষ্ট পুত্র এবং লক্ষ্মীছড়ি উপজেলার জারুলছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: শাহজাহান’র এর বিয়ে হয়।

এদের ঘরে মো: আবিদ(৬) নামের একটি পুত্র সন্তান রয়েছে। সম্প্রতি শিক্ষক মো: শাহজাহান যৌতুকের দাবীতে স্ত্রীর উপর একাধিকবার মারধর করেন। এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা সালিস মিমাংসাও করেন। এছাড়া শিক্ষক মো: শাহজাহান গত অক্টোবর-২০১৬খ্রি: মাসে পরকীয়ার কারণে মানিকছড়ি থেকে লক্ষ্মীছড়িতে বদলী হতে হয়। এ নিয়ে স্বামী স্ত্রীর সাথে মনমালিন্য আরো বেড়ে যায়। স্ত্রী আমেনা বেগম স্থানীয় মেমোরী কিন্ডার গার্টেন স্কুলে সহকারী শিক্ষিকা হিসেবে চাকুরী করেন।

গত ৯জুলাই রবিবার সকালে স্বামী মো: শাহজাহান স্ত্রীকে আবারও বাপের বাড়ী থেকে ৫লক্ষ টাকা যৌতুক আনার জন্য চাপ প্রয়োগ করেন। এতে স্ত্রী আমেনা বেগম মনি অস্বীকার করলে তাকে বিদ্যুতের তার দিয়ে পিটিয়ে জখন করেন। এক পর্যায়ে স্ত্রী আমেনা বেগম অসুস্থ হয়ে পড়লে স্বামী আহত স্ত্রীকে ঘরে রেখে স্কুলে(কর্মস্থলে) চলে যান।

আহত স্ত্রীর চিৎকারে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে আমেনার শারিরিক অবস্থার অবনতি ঘটলে বিকেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় স্ত্রী আমেনা বেগম মনি বাদী হয়ে স্বামী মো: শাহজাহান(৩৩), ভাসুর মো: আমিনুল ইসলাম(৩৮), মো: নূরনবী(৪০) ও ননদ জাহানার বেগম (৩৪) কে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ তাৎক্ষনিকভাবে মো: শাহাজাহানকে এবং রাতে ভাসুরদ্বয়কে আটক করেন।

মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ মো: মাইন উদ্দীন খান ঘটনার সতত্যা স্বীকার করে যথাযথ আইনী প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান। সোমবার সকালে অভিযোগটি আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন/২০০০(সংশোধন/০৩ এর ১১(খ)/৩০ মূলে মামলা রেকর্ড করেন। আসামীদেরকে খাগড়াছড়ি বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করেণ। যার মামলা নং-০২, তাং ১০.০৭.২০১৭ইং।

এবিএন/চাইথোয়াই মারমা/জসিম/এআর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত