রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • মানববন্ধনে সোনাগাজীর সাংসদ হাজী রহিম উল্যাহকে গ্রেফতারের দাবী

মানববন্ধনে সোনাগাজীর সাংসদ হাজী রহিম উল্যাহকে গ্রেফতারের দাবী

মানববন্ধনে সোনাগাজীর সাংসদ হাজী রহিম উল্যাহকে গ্রেফতারের দাবী

সোনাগাজী (ফেনী), ১১ জুলাই, এবিনিউজ : ফেনী-৩ (সোনাগাজী-দাগনভুঞা) আসনের সংসদ সদস্য হাজী রহিম উল্যাহর বিরুদ্ধে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্থ পরিবার ও আমিরাবাদ ইউনিয়নের এলাকাবাসী।

আজ মঙ্গলবার শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধনে সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, মুক্তিযোদ্ধা আব্দুর রব,ছাত্রলীগ নেতা ওমর ফারুক রাসু বক্তারমুন্সি কলেজ ছাত্রলীগের সভাপতি লিংকন, আহত ছাত্রলীগ নেতা অনিক, আহত যুবলীগ নেতা মো: ইব্রাহিম সাদা, মোর্শেদ খোন্দকার প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংসদ রহিম উল্লাহ কর্তৃক মুহুরী নদী থেকে বালু উত্তোলন করায় শত শত ঘরবাড়ী ও ফসলি জমি নদীগর্ভে বিলিন হয়ে যাচ্ছে। হুমকির মুখে রয়েছে মুহুরী প্রজেক্ট ব্রীজ।প্রতিপক্ষের উপর তার অনুসারীরা হামলা অব্যহত করেছে। আশপাশের চাষীদের বিভিন্ন মৎস্য প্রকল্প থেকে প্রায় কোটি টাকার মাছ লুটের অভিযোগও করেন সাংসদের বিরুদ্ধে।তারা প্রশাসনের প্রতি অবিলম্বে সাংসদ রহিম ইল্যাহ কে গ্রেফতারের দাবী জানান। মানববন্ধন সঞ্চালনা করেন, নবাবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলুল হক সাব।

মানববন্ধনে যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মী এবং বালু উত্তোলন, হত্যা, ধর্ষণ ও চাঁদাবাজির শিকার ক্ষতিগ্রস্থ ২৬ পরিবারের সদস্যসহ সহ সহস্রাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অভিযোগের বিষয়ে মুঠো ফোনে সাংসদ রহিম উল্যাহর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যা ও উদ্যেশ্য প্রনোদিত।তিনি দাবী করেন মিথ্যা অপপ্রচারে তার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।

এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত