শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • খাগড়াছড়িতে প্রাথমিক শিক্ষা সেবার মানোন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে প্রাথমিক শিক্ষা সেবার মানোন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে প্রাথমিক শিক্ষা সেবার মানোন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি, ১২ জুলাই, এবিনিউজ : খাগড়াছড়ি পার্বত্য জেলায় প্রাথমিক শিক্ষা সেবার মানোন্নয়নের লক্ষ্যে সচেতন নাগরিক কমিটি(সনাক) খাগড়াছড়ি ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি)’র আয়োজনে এবং সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলার ৭৮টি সরকারি/বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কুল ম্যানেজমেন্ট কমিটি(এসএমসি)’র সভাপতিবৃন্দ নিয়ে এ সমন্বয় সভার আয়োজন করা হয়। সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলার চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: আব্দুল লতিফ ও সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা এডিন চাকমা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সনাক খাগড়াছড়ির সভাপতি প্রফেসর ড. সুধীন কুমার চাকমা, সঞ্চালনা করেন সনাক সদস্য বিধান রায় বিশ্বাস। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাকের শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর বোধি সত্ত্ব দেওয়ান।

সনাকের নির্ধারিত মহালছড়া ও গঞ্জপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাস্তবায়িত কর্মসূচি, অর্জন ও পরিকল্পনার বিষয়সমূহ খাগড়াছড়ি সদর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ছড়িয়ে দেয়ায় ছিল অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। এ লক্ষ্যে প্রাথমিক শিক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন ও সমন্বয় সাধনে সনাক, খাগড়াছড়ির অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা এবং এসএমসির সভাপতিদের দায়িত্ব, কর্তব্য বিষয়ে উপস্থাপনা(মাল্টিমিডিয়া ব্যবহারের মাধ্যমে) করেন সনাক সদস্য সুপ্তা চাকমা।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে সনাক ও টিআইবি’র কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে আরো অধিক পরিমাণ প্রাথমিক বিদ্যালয়কে টিআইবি’র কাজে সম্পৃক্ত করার পরামর্শ দেন। মানুষ গড়ার কারিগর শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে তারা গুরুত্বারোপ করেন। এসএমসি’র সদস্যদের আরো সক্রিয় হওয়ার জন্য বক্তাগণ উৎসাহিত করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও ঠাকুরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্য প্রকাশ ত্রিপুরা, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও দেবেন্দ্র মোহন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিন্দ্র কুমার ত্রিপুরা, সনাকের নির্ধারিত প্রতিষ্ঠান মহালছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী ত্রিপুরা ও দক্ষিণ খবং পুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি ধীমান খীসা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সনাক, খাগড়াছড়ির সহ-সভাপতি মো: জহুরুল আলম, সদস্য ধর্মরাজ বড়ুয়া ও স্বজন সদস্য কাজল বরণ ত্রিপুরা এবং সলিতা চাকমা।

এবিএন/ চাইথোয়াই মারমা/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত