বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

খাগড়াছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

খাগড়াছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

খাগড়াছড়ি, ১২ জুলাই, এবিনিউজ : খাগড়াছড়ি পার্বত্য জেলায় “পরিবার পরিকল্পনা জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন” এই শ্লোগানে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণ থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের শাপলা চত্ত্বর প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পাজেপ’র সদস্য ও পরিবার-পরিকল্পনা বিভাগের আহ্বায়ক এমএ জব্বার’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ২৯৮নং সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম, সিভিল সার্জেন ডা: মো: শওকত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এমএ সালাউদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি পরিবার-পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিপ্লব বড়ুয়া।

প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন বাংলাদেশের জনসংখ্যাকে দক্ষ মানব সম্পদে পরিনত করার আহবান জানিয়ে বলেন, টেকনিক্যাল শিক্ষা শিক্ষিত হয়ে দক্ষ জনশক্তিকে জন সম্পদে রূপান্তর করতে কারিগরি শিক্ষার কোন বিকল্প নাই। শুধু মাত্র পরিবার-পরিকল্পনা করলেই হবে না, পরিকল্পনার যথাযথ বান্তবায়ন করে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে সকলকে ভুমিকা রাখতে হবে। পরে জেলা ও উপজেলার শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করেন।

এদিকে দীঘিনালা উপজেলায় একটি আদর্শ জাতি গঠনে নারীদের ক্ষমতা বৃদ্ধি করতে হবে। মা শিক্ষিত হলেই কেবল তার সন্তান শিক্ষিত হচ্ছে। তাই শিক্ষিত জাতি গঠনে নারীদের অবহেলা না করে পরিবারে ছেলেমেয়ে সবাইকে সমান সুযোগ দিতে হবে। জনসংখ্যা দেশের আর্শীবাদ আবার অভিশাপ, শিক্ষিত জনসংখ্যা দেশের সম্পদ। কুসংস্কার, ধর্মীয় গোরামী, ভূল ধারনা বাদ দিয়ে নারীদের পরিকল্পিত ভাবে সন্তান গ্রহন করতে হবে তাহলে সেই সন্তান হবে সুস্থ্য-সুবল মেধাবী। মঙ্গলবার উপজেলা পরিবার=পরিকল্পণা বিভাগ ও সূর্যের হাসি ক্লিনিকের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নারী ভাইস-চেয়ারম্যান গোপাদেবী চাকমা, উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা এমএম শাহনেওয়াজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী ডেন্টাল সার্জন ডা: নিউটন চাকমা, বোয়ালখালী(সদর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা এবং উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা নিটু দেওয়ান।

আলোচনা সভার শেষে শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে ২নম্বর বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, শ্রেষ্ঠ বেসরকারী সংস্থা হিসেবে সূর্যের হাসি ক্লিনিক, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে শাকিলা দেওয়ান, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে শ্যামলা চাকমা, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ কেন্দ্র হিসেবে রশিক নগর পরিবার কল্যাণ কেন্দ্রকে সম্মাননা স্বারক ও সনদপত্র তুলে দেওয়া হয়।

এবিএন/ চাইথোয়াই মারমা/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত