
ফেনী, ১২ জুলাই, এবিনিউজ : ফেনীতে হাসপাতাল থেকে নিখোঁজ এক যুবকের লাশ দিঘী থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার কবীর হোসেন জানান, শহরের জিরো পয়েন্টসংলগ্ন রাজাঝির দিঘী থেকে আজ বুধবার সকালে লাশটি উদ্ধারের পর পুলিশকে হস্তান্তর করেন তারা।
মৃত রিয়াদ হোসেন (১৮) ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর বাদামতলী এলাকার আবুল বশরের ছেলে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা কবীর বলেন, মঙ্গলবার বিকালে রিয়াদ দিঘীতে ডুব দেয়। পরে তার আর কোনো সাড়া না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রাত ৮টা পর্যন্ত দিঘীতে অভিযান চালালেও রিয়াদের কোনো খোঁজ মেলেনি। পরে রাতে উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করা হয়। বুধবার ভোর থেকে ফায়ার সার্ভিসের ১৫ সদস্যের একটি দল আবার উদ্ধার অভিযান শুরু করলে সকাল ৯টার দিকে দিঘীর মাঝ অংশ থেকে যুবকের লাশ উদ্ধার করে।
রিয়াদের চাচা মোহাম্মদ সেলিম বলেন, ‘জ্বর নিয়ে গত শুক্রবার রিয়াদ ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি হয়। মঙ্গলবার সকালে হাসপাতাল থেকে নিখোঁজ হয় সে। বুধবার সকালে ফায়ার সার্ভিস দিঘী থেকে তার লাশ উদ্ধার করে।’
ফেনী থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম জানান, তদন্ত করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিএন/সাদিক/জসিম/এসএ