শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ঝালকাঠিতে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত বাগেরহাটের নিখোঁজ নাজমুল শেখ

ঝালকাঠিতে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত বাগেরহাটের নিখোঁজ নাজমুল শেখ

ঝালকাঠিতে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত বাগেরহাটের নিখোঁজ নাজমুল শেখ

ঝালকাঠি, ১২ জুলাই, এবিনিউজ : ঝালকাঠি পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি নাজমুল শেখ (৩৫) নামে হয়েছে। সোমবার রাত ৩টার দিকে (গত রাতে) ঝালকাঠি-গুয়াটন সড়কের সদর উপজেলাধীন বেড়পাশা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনা স্থল থেকে পুলিশ এক রাউন্ড গুলিসহ একটি রিভলবার ও দেশীয় অস্ত্র উদ্ধার করে। মঙ্গলবার দুপুরে ঝালকাঠি সদর হাসপাতালে হাসিনা বেগম নামে এক নারী নিজেকে নিহত নাজমুল শেখের খালা পরিচয় দিয়ে পুলিশ ও সাংবাদিকদের কাছে তার বিস্তারিত পরিচয় জানান। তিনি নাজমুল শেখের মৃতদেহ দেখে সে বাগেরহাট জেলার মোরলগঞ্জ উপজেলার চিংড়াখালি গ্রামের হান্নান শেখের পুত্র বলে সনাক্ত করেন।

খালা হাসিনা বেগম জানায়, তার ভগ্নিপতি হান্নান শেখের পুত্র নিহত নাজমুল শেখের স্ত্রী শিউলি বেগম ঢাকায় থাকেন। ঈদের দ্বিতীয় দিন স্ত্রীর সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের হয় যাওয়ার পর থেকে তিনি নিখোজ ছিলেন। এ সময়ের মধ্যে তার সাথে পরিবারের সাথে কোন যোগাযোগ ছিল না। তিনি নাজমুল শেখের বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ থাকার কথা তিনিও শুনেছেন বলে স্বীকার করেন।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত তিনটার দিকে একদল ডাকাত বেড়পাশা এলাকায় ডাকাতির প্রস্তুতি বিষয় টের পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ডাকাত দল পিছু হটে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ একজনকে উদ্ধার করে ঝালকাঠি হাসপাতালে আনেেল কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় ৩ পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানালেও তাদের দৃশ্যমান কোন আঘাত লক্ষ করা যায়নি। তবে তাদের পোষাকের বিভিন্ন স্থানে কাদামাটি লাগানো দেখা গেছে।

সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাকিব জানান, নিহত নাজমুল শেখের পকেটে একটি ছোট নোট বুকে কিছু মোবাইল নম্বর পাওয়া যায়। এর মধ্য থেকে তার স্ত্রীর নম্বরে ফোন করে নাজমুল শেখের বিষয়টি জানানো হলে তিনি তার খালা হাসিনা বেগম কে ঝালকাঠি পাঠায়। ময়না তদন্ত শেষে মৃতদেহ হার করা হবে। এছাড়াও পৃথক কয়েটি অভিযোগে মামলা দায়েরের প্রতি চলছে।

এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত