বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • রাজবাড়ীতে বিএনপির দপ্তর সম্পাদকে কুপিয়ে আহত : আটক ১

রাজবাড়ীতে বিএনপির দপ্তর সম্পাদকে কুপিয়ে আহত : আটক ১

রাজবাড়ীতে বিএনপির দপ্তর সম্পাদকে কুপিয়ে আহত : আটক ১

রাজবাড়ী, ১২ জুলাই, এবিনিউজ : রাজবাড়ী জেলা বিএনপির নবগঠিত কমিটির দপ্তর সম্পাদক খন্দকার নুরুল নেওয়াজকে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করেছে সন্ত্রাসীরা। গতকাল ১১ জুলাই মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে শহরের বিনোদপুর লোকসেড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় সুমন মণ্ডল (২৫) নামে এক সন্ত্রাসীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় এলাকাবাসী। আহত নুরুল নেওয়াজ বিনোদপুর এলাকার বাসিন্দা। আটককৃত সুমন জেলা সদরের মিজানপুর ইউনিয়নের বড়চর বেনিনগর গ্রামের আয়নাল মণ্ডলের ছেলে। জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এ্যাডঃ এম.এ খালেক জানান, শহরের রেল স্টেশন এলাকায় আমার চেম্বারে রাজনৈতিক মিটিং শেষে রাত ১১ টার দিকে বিনোদপুর তারে বাড়িতে ফিরছিলেন নুরুল নেওয়াজ। এসময় নরু লোকসেড এলাকায় সাবেক পৌর মেয়র হাবিবুর রহমানের বাড়ির সামনে পৌঁছালে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তার উপড়ে হামলা চালায়। হামলাকারীরা তার কোমড়ে, কপালে, হাতে ও চোখ সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্বক ভাবে আহত করে।

তিনি আরও বলেন, নুরুল নেওয়াজ জেলা বিএনপির একজন সুস্থ ধারার রাজনীতিবীদ। কারা কি কারণে তাকে কুপিয়েছে তাৎক্ষনিক তা বলা সম্ভব হচ্ছে না। ৩নং ওয়ার্ডের কমিশনার মো. সাইফউদ্দিন আহাম্মেদ সুজন জানান, রাত সাড়ে ১১টার দিকে হঠাত কয়েকজন লোককে দৌড়াতে দেখি তাদের কাছে জানতে চাইলে তারা বলে চেয়ারম্যানের বাড়ির সামনে মারামারি লেগেছে তখন তাদের দাড়াতে বললে আরো জোড়ে শরে দৌড় দিলে আমাদের সন্দেহ হয়। পরে তাদের দাওয়া করে একজন কে আটক করি। পরে জানতে পারি যে জেলা বিএনপির দপ্তর সম্পাদক নরু ভাইকে কুপিয়ে ফেলে রেখেছে। সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তির করি এবং আটককৃত সন্ত্রাসী সুমনকে পুলিশের হাতে তুলে দেই। তিনি আরো জানান এলাকায় মাঝে মধ্যেই ছিনতাই এরমত ঘটনা ঘটতো তাই আমি কমিশনার হওয়ার পর থেকে এলাকার কিছু ছোট ভাইদের সাথে নিয়ে নিয়মিত পাহারার ব্যবস্থা করি।আজ যদি পাহারর ব্যবস্থা না থাকতো আর এই সন্ত্রাসীকে আটক করতে না পারতাম তাহেল আমার এলাকার ছেলেরা শান্তিতে বাড়িতে ঘুমাতে পারতো না, নাম হতো বিনোদপুরের ছেলেরা এ ঘটনা ঘটিয়েছে। জবাড়ী সদর থানার উপ-পরিদর্শক(এসআই) জাহিদুল ইসলাম জানান, আটক সুমনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত