হবিগঞ্জ, ১২ জুলাই, এবিনিউজ : হবিগঞ্জে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় জেলা পরিষদ অডিটরিয়ামে এ গণশুনানি অনুষ্ঠানে হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখছেন সিলেট বিভাগীয় কমিশনার নাজমানারা খানম,সিলেট রেঞ্জ উপ মহাপরিদর্শক মো. কামরুল আহসান (বিপিএম),সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া, হবিগঞ্জ জেলা পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলাম প্রমূখ।
গণ শুনানী অনুষ্ঠানে মডারেটর এর দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক সাবিনা আলম। গন শুনানী হবিগঞ্জ সদর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অভিযোগ গ্রহন করা হয় । অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অংশ নেন। এর আগে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম।
এবিএন/নুরুজ্জামান ভূঁইয়া/জসিম/তোহা