![বরগুনায় নিজ দলীয় সন্ত্রাসীকে পুলিশে সোপর্দ করলেন জেলা ছাত্রলীগ সভাপতি](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/12/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_87839.jpg)
বরগুনা, ১২ জুলাই, এবিনিউজ : বরগুনার আলোচিত কিশোর অপরাধী সন্ত্রাসি মুসাকে পুলিশে সোপর্দ করলেন ছাত্রলীগ সভাপতি। আজ বুধবার দুপুরে বরগুনা সদর হাসপাতালে একদফা মারামারির পর, সরকারী কলেজের সামনে কলেজ ছাত্রদের মারধোর করে, আলোচিত কিশোর অপরাধী সন্ত্রাসী মুসা। বেশ কয়েকজন ছাত্রকে অস্ত্রের মুখে জিম্মি করে পকেট হাতিয়ে নিজের নেশার টাকা ছিনিয়ে নেয় মুসা ও তার সহযোগী জাকারিয়া । ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে, মুসাদের ধাওয়া করে পুলিশ। তবে ধুর্ত মুসাবাহিনী দৌড়ে পালাতে গেলে, জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক মুসাকে অস্ত্রসহ ধরে ফেলেন। একই সময়ে বরগুনা সদর থানার এএসআই ওয়ালিউল্লাহ অলি তার সংগীয় ফোর্স সহ এসে ধরে ফেলে সহযোগী জাকারিয়াকে। উভয়কেই একটি চাকু সহ বরগুনা সদর থানায় ধরে নিয়ে যায় পুলিশ।
জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক জানান, "আটক এই মুসা দীর্ঘদিন ধরেই কলেজের ছাত্রদের মারধোর করে নেশার টাকা যোগার করে আসছিলো। এমনকি নিজেকে ছাত্রলীগের কর্মী পরিচয় দিয়ে এই মুসা বাহিনী শহরেও চালাতো নানা অপকর্ম। যার ফলে তিনি নিজেই আজ মুসাকে পুলিশের হাতে সোপর্দ করেন এবং ছাত্রলীগে সন্ত্রাসীদের অবস্থান বন্ধ করার ঘোষণা দিলেন। ভবিষ্যতেও যদি কেউ এভাবে ছাত্রলীগের সুনাম ক্ষুণ্ণ করে, তবে তাদেরকেও বহিষ্কারের পাশাপাশি আইনের হাতে তুলে দিবেন বলে জানালেন। বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান বলেন, কিশোর অপরাধী মুসা এর আগেও বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে যুক্ত থাকায়, তাদের ওয়ারেন্ট লিস্টে ছিলো। তবে আটক দুজনকে বয়স বিবেচনায় পদক্ষেপ নেয়ার প্রকৃয়া চলছে বলেও তিনি জানান।
এবিএন/তরিকুল ইসলাম/জসিম/তোহা