শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মানববন্ধন কর্মসূচিতে বাধা: পুলিশসহ আহত ১৫, টিয়ার সেল, ককটেল বিস্ফোরণ

মানববন্ধন কর্মসূচিতে বাধা: পুলিশসহ আহত ১৫, টিয়ার সেল, ককটেল বিস্ফোরণ

মানববন্ধন কর্মসূচিতে বাধা: পুলিশসহ আহত ১৫, টিয়ার সেল, ককটেল বিস্ফোরণ

মাদারীপুর, ১২ জুলাই, এবিনিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী মোল্লার বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও সদর থানার ওসি জিয়াউল মোর্শেদের অপসারনের দাবীতে মানববন্ধন কর্মসূচিতে বাধা সৃস্টি করেছে ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। এতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ছাত্রলীগের দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় অন্তত পুলিশসহ ১৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যে পুলিশ ১০ রাউন্ড ফাঁকা রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে আফম বাহাউদ্দিন নাছিম পন্থি জেলা যুবলীগ ও ছাত্রলীগের একাংশের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী মোল্লার বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও সদর থানার ওসি জিয়াউল মোর্শেদের অপসারণ দাবীতে শহরের ইটেরপুল এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন শেষে সমাবেশে করে নেতা-কর্মীরা।

এতে নৌ-পরিবহন মন্ত্রীর পন্থি যুবলীগ ও ছাত্রলীগের অপর এক একাংশ নেতা কর্মীদের সাথে বাকবিতন্ড মধ্যদিয়েই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত দু’গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে ডিবি পুলিশের এস আই স্বপন কুমার এবং ছাত্রলীগ নেতা শাওন মাতুব্বর, অর্নব হাওলাদার, সজিব সরদার ,মাসুম খান সহ চারজন মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যে বেশ কয়েকটি টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। প্রায় দুই ঘন্টাব্যাপী থেমে থেমে সংঘর্ষে ইটেরপোল, জজ কোর্ট চত্ত্বর, নতুন শহর এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এসব এলাকায় অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়ন রয়েছে।

মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সুমন দেব বলেন আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করা হয়েছে। এখন সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রেণে রয়েছে। আশা করি অপ্রীতিকর ঘটনা আর ঘটবেনা।

এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/বিদ্যুৎ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত