
মানিকগঞ্জ, ১২ জুলাই, এবিনিউজ : মানিকগঞ্জের শিবালয়ে মাদক ব্যবসায় জড়িত থাকার দায়ে মামা ভাগ্নেকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কারাদন্ড প্রাপ্ত ব্যক্তিরা হচ্ছে- শিবালয় উপজেলার জাফরগঞ্জ পয়লা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মনু মিয়া (৬০) এবং তার ভাগ্নে একই গ্রামের আবুল কালাম আজাদের পুত্র নুরুল ইসলাম (৩৫)। আজ বুধবার বিকেলে শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: গোলাম কবীর শিবালয় উপজেলা পরিষদ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। মাদক ব্যবসায় জড়িত থাকার দায়ে মামা ভাগ্নেকে ছয় মাস করে এ কারাদণ্ড দেয়।
মানিকগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানায়, আজ বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জাফরগঞ্জ পয়লা গ্রামের নুরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। সে মাদক ব্যবসার সাথে নুরুল ইসলামের মামা মনু মিয়াও জড়িত বলে স্বীকার করে। পরে শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আটক ব্যক্তিদের ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: গোলাম কবীর মাদক ব্যবসায় জড়িত থাকার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মামা ভাগ্নেকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়ার বিষয়টি নিশ্চিত করছে।
এবিএন/মো: সোহেল রানা খান/জসিম/রাজ্জাক