![মুন্সীগঞ্জে খাল দখল ও ভরাটের বিরুদ্ধে মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/13/munshigonj@abnews_87993.jpg)
মুন্সিগঞ্জ, ১৩ জুলাই, এবিনিউজ : মুন্সীগঞ্জ সদরের চিতোলিয়া বাজার সংলগ্ন সৈয়দপুর সংযোগ খাল দখল ও ভরাটের অপচেষ্টার বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করে সৈয়দপুর, জাজিরা, বকচর, চরযোগেন্দ্র সুমারঢালী কান্দিবাসীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এ সময় এলাকাবাসীরা দখলদারদের কাছ থেকে খালটি দ্রুত উদ্ধার ও বরাট না করতে জেলা প্রশাসকের নিকট স্বারক লিপি প্রদান করে।
মানববন্ধনে এলাকাবাসী বলেন, আমরা জান দিব, রক্ত দিব, তবুও খাল ভরাট করতে দিবোনা। তারা আরো বলেন, শত বছরের পুরনো এই খালটি দিয়ে হাজার মানুষ নৌ-যোগে যাতায়াত করে আসছে বহু বছর যাবত। তাই চরাঞ্চলের মানুষের কথা চিন্তা করে খালটি দখল ও ভরাট না করা হয়।
এবিএন/আতিকুর রহমান টিপু/জসিম/নির্ঝর