![জাজিরা পৌরসভার প্রায় সাড়ে ১০ কোটি টাকার বাজেট ঘোষণা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/07/13/jajira@abnews_87997.jpg)
শরীয়তপুর, ১৩ জুলাই, এবিনিউজ : নতুন কোন করারোপ ছাড়াই রাজস্ব ও উন্নয়ন খাতে ১ কোটি ৩৫ লক্ষ ৫৮ হাজার ৬শত ৪৬ টাকা উদ্ধৃত্ত দেখিয়ে আয়-ব্যয় সমান রেখে জাজিরা পৌরসভার ২০১৭-২০১৮ অর্থ বছরের ১০ কোটি, ৪১ লক্ষ ৪৭ হাজার ২৯২.৪৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জাজিরা পৌরসভা মিলনায়তনে নতুন অর্থ বছরের বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. ইউনুস বেপারী।
পৌরসভার হিসাব রক্ষক মো. তোফাজ্জল হোসেন তোতা এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌর সচিব মো. শাহ আলম। প্রধান অতিথি ছিলেন (ভার.) উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ বারিউল করিম খান। বিষেশ অতিথি ছিলেন জাজিরা থানা অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম, জাজিরা বাজার বনিক সমিতির সভাপতি সামশুল হক বেপারী।
এ সময় পৌর কাউন্সিলর মো. ইদ্রিস মিয়া, মো. মনির মিয়া, মোসা. রেখা আক্তার, মোসা. পাখি আক্তার, মোসা. লাখি আক্তার, মো. সিরাজুল ইসলাম কাজি, মো. সোহরাব মুন্সী, মো. ইলিয়াস মাদবর, কে এম সিরাজুল ইসলাম কবিরাজ, মো. মতিউর রহমান, মো. নুরুল ইসলাম, মোসা. আমিরজান ও মো. সিরাজ বয়াতীসহ শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবিএন/কাজী নজরুল ইসলাম/জসিম/নির্ঝর