বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

গোপালগঞ্জে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেপ্তার

গোপালগঞ্জে অজ্ঞান পার্টির  ৩ সদস্য গ্রেপ্তার

গোপালগঞ্জ, ১৩ জুলাই এবিনিউজ : গোপালগঞ্জে অজ্ঞান পার্টির তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামে অজ্ঞান পার্টির ৩ সদস্যকে গণপিটুনি দিয়ে আটকে রেখে রাত ১১টার দিকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

এলাকাবাসী ও গোপালগঞ্জ সদর থানার এস আই শওকত হোসেন জানান, রাত ১১টার দিকে অজ্ঞান পার্টির ৩ সদস্য আশরাফুল, দীন ইসলাম ও রাজা শেখ সেভেন আপ পানীয় এর সাথে অচেতন করার ওষুধ মিশিয়ে সদর উপজেলার খাগাইল গ্রামের আলামিন খানের বাড়ির লোকজনকে খাইয়ে অচেতন করে।

বিষয়টি বাড়ির অন্য সদস্যরা টের পেয়ে তাদেরকে কৌশলে ঘরে আটকে রেখে চিৎকার দেয়। এ সময় আশপাশের লোকজন এসে ওই তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। গোপালগঞ্জ থানার ওসি গোলাম ফারুক বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এবিএন/এম আরমান খান/জসিম/বিদ্যুৎ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত